দেশজুড়ে

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

Advertisement

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৬টা ২০মিনিট থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

এর আগে ভোর থেকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধির কারণে একটু দূরের কিছু না দেখতে পাওয়ায় দুর্ঘটনা রোধে বন্ধ রাখা হয় ফেরি চলাচল।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকালেও যাত্রী ও যানবাহনের চাপ নেই রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে। তবে বেলা বাড়ার সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় সকাল ৬টা ২০ মিনিট থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে। ফেরি বন্ধ থাকলেও দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের কোনো চাপ নেই।

বর্তমানে এ রুটে ছোট-বড় ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে এবং দৌলতদিয়া প্রান্তে ৬টি ফেরি রয়েছে বলেও জানান তিনি।

রুবেলুর রহমান/এফএ/জেআইএম

Advertisement