রাজনীতি

সংবিধান সংস্কার কমিশনে সিপিবির ১০ প্রস্তাব

সংবিধানের অসম্পূর্ণতা দূর করার লক্ষ্যে সংবিধান সংস্কারে গঠিত কমিশনে সুনির্দিষ্ট ১০টি প্রস্তাব লিখিত আকারে পাঠিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

Advertisement

সোমবার (৯ ডিসেম্বর) সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

১৯৭১ সালের ১০ এপ্রিল গৃহীত ‘স্বাধীনতার ঘোষণাপত্রের’ অঙ্গীকার অবলম্বন করে ১৯৭২-এ প্রণীত সংবিধানের মূলভিত্তি অর্থাৎ চার মূলনীতি ঠিক রেখে প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে সংবিধানের ত্রুটি, দুর্বলতা ও অসম্পূর্ণতা দূর করে সংবিধানের পূর্ণতা আনার জন্য সিপিবির প্রস্তাবে সুপারিশ করা হয়েছে।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, মূলনীতির ক্ষেত্রে আদিবিধানের ৪-নীতি বহাল রাখা; সংবিধানে আদিবাসীসহ অন্যান্য জাতিসত্তার স্বীকৃতি দেওয়া; জীবনধারণের মৌলিক উপকরণের নিশ্চয়তা দেওয়াকে মৌলিক অধিকার হিসেবে স্বীকার করে নিয়ে তার দায়িত্ব রাষ্ট্রের নেওয়া এবং রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করা।

Advertisement

এছাড়াও দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না হওয়া; নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার পুনঃপ্রবর্তন; আর্থিক ক্ষমতার নিশ্চয়তাসহ স্থানীয় সরকারের প্রকৃত ও পূর্ণ ক্ষমতায়ন ও রাষ্ট্র প্রশাসনের গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ করা, বরাদ্দ ও কাজ সুনির্দিষ্ট করা; নারী আসনের সংখ্যা বাড়ানো, সরাসরি ভোটের ব্যবস্থা করা; সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা প্রবর্তন করা; এটি না হওয়া পর্যন্ত ‘না’ ভোট ও প্রতিনিধি প্রত্যাহার (রাইট টু রিকল) ব্যবস্থা প্রবর্তন করা এবং বিশেষ ক্ষমতা আইনসহ কালাকানুন বাতিল করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এমকেআর/এএসএম