রাজনীতি

জান-প্রাণ দিয়ে জনগণের আস্থা ধরে রাখতে হবে: তারেক রহমান

 

সাধারণ মানুষের সমর্থন, আস্থা ও বিশ্বাস অর্জন করা বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Advertisement

তিনি বলেন, যদি লক্ষ্য অন্যকিছু হয়ে থাকে, তবে দুদিন পরে ছিটকে পড়ে যাবেন। জনগণের সমর্থন থেকে ছিটকে পড়বেন। তাদের আস্থা থেকে দূরে সরে যাবেন। তাই সবাইকে জনগণের আস্থা ও সম্মান এবং সমর্থন ধরে রাখতে কাজ করতে হবে। জান-প্রাণ দিয়ে জনগণের আস্থা, বিশ্বাস, ভালোবাসা ধরে রাখতে হবে।

রোববার (৮ ডিসেম্বর) রাজধানীর বরুয়া আলাউদ্দিন দেওয়ান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ বিষয়ে এ কর্মশালা আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, আমাদের দল থেকে ছিল ২৭ দফা, বিভিন্ন গণতান্ত্রিক দল থেকে মতামত নিয়ে আমরা ৩১ দফা দিয়েছি। দেশকে কীভাবে পুনর্গঠন করতে চায় বিএনপি, তারই সংস্কার হিসেবে ৩১ দফা প্রস্তাবনা দেওয়া হয়েছে।

Advertisement

আরও পড়ুনঢাকা-দিল্লির বরফ গলতে পারে বিক্রম মিশ্রির সফরেশেখ হাসিনার আমলে লোপাট হওয়া সম্পদ উদ্ধারের তাগিদ তারেক রহমানের

তিনি বলেন, এই ৩১ দফা শুধু বিএনপির কর্মীদের জন্য নয়, রাজনৈতিক দলের জন্য নয়, এটি জনগণের কাছে তুলে ধরতে হবে। তাদেরকে জানাতে হবে বিএনপি ক্ষমতায় গেলে কী কী করতে চায়। প্রতিটি জনগণের কাছে পৌঁছে দিতে হবে। যদি কারও ৩১ দফার কোনো পয়েন্টে আপত্তি থাকে, থাকতেই পারে- সেগুলো জানালে বিবেচনা করে আমরা কাজ করতে পারি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপির ওপর জনগণের আস্থা ধরে রাখতে হবে দলের কর্মীদের। জনগণের সমর্থনকে যে কোনোভাবে অর্থাৎ ইতিবাচকভাবে বিএনপির পক্ষে রাখতে হবে। জনগণ যেভাবে বলবে সেভাবেই পরিচালিত হতে হবে।

তারেক রহমান আরও বলেন, বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য হওয়া উচিত মানুষের সমর্থন, আস্থা ও বিশ্বাস অর্জন করা। যদি লক্ষ্য অন্যকিছু হয়ে থাকে, তবে দুদিন পরে ছিটকে পড়ে যাবেন। জনগণের সমর্থন থেকে ছিটকে পড়বেন। তাদের আস্থা থেকে দূরে সরে যাবেন। তাই সবাইকে জনগণের আস্থা ও সম্মান এবং সমর্থন ধরে রাখতে কাজ করতে হবে। জান-প্রাণ দিয়ে জনগণের আস্থা, বিশ্বাস, ভালোবাসা ধরে রাখতে হবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক এস এম ফজলুল হক। এতে আরও বক্তব্য দেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন প্রমুখ।

Advertisement

কেএইচ/কেএসআর/জেআইএম