২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলার পর নিজ দেশে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন থেকে বিতাড়িত অবস্থায় রয়েছে পাকিস্তান। তাই নিজের ঘরের মাঠের ম্যাচগুলো বাধ্য হয়েই গত কয়েক বছর আরব-আমিরাতে আয়োজন করতে হচ্ছে তাদেরকে। কিন্তু এবার আরব-আমিরাত থেকে ম্যাচগুলো শ্রীলঙ্কায় নিয়ে যেতে চাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শ্রীলঙ্কাকেই নিজেদের পরবর্তী হোম ভেন্যু হিসেবে চাইছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা আনুষ্ঠানিক বিবৃতিতে জানান, ‘আমরা আমাদের বোর্ডের সকলের সাথে এ ব্যাপারটি নিয়ে আলোচনা করছি এবং অন্য বোর্ডের সাথেও আমরা সমঝোতামূলক কথা চালিয়ে যেতে চাই। কিন্তু আমরা আমাদের হোম ম্যাচগুলো শ্রীলঙ্কায় নিয়ে যেতে চাচ্ছি।’শ্রীলঙ্কাকেই পাকিস্তানের হোম ম্যাচগুলো আয়োজনের ক্ষেত্রে উপযোগী বলে মনে করছে পিসিবির ঐ কর্মকর্তা। ‘তারাও এ ব্যাপারে আগ্রহী। আমরা হয়তো আগামী জানুয়ারীতে ভারতেও নিজেদের হোম ম্যাচগুলো আয়োজন করতে পারি কিন্তু সেটি কতটুকু সম্ভবপর হবে আমার সেটি জানা নেই।’আরব-আমিরাতে অসাধারণ পারফর্ম করেই টেস্টে ভালো অবস্থানে রয়েছে পাকিস্তান। এখানে হওয়া ২৫টি টেস্টের ১৩টিই জিতেছে মিসবাহবাহিনী, অন্যদিকে হেরেছে কেবল ৫টি ম্যাচে। কিন্তু ওয়ানডে ফর্মটা যাচ্ছেতাই। ৬২টি ম্যাচের ভেতরে ৩৮টি ম্যাচেই হেরেছে পাকিস্তান জিতেছে মোটে ২২টি ম্যাচ। কিন্তু এখানে ম্যাচ আয়োজন করে পিসিবির রাজস্ব আয় একদমই হচ্ছেনা বলে চলে। যেকারণেই ম্যাচ অন্যত্র সরিয়ে নেয়ার চিন্তা করছে পিসিবি। জিম্বাবুয়ের বিপক্ষে সফলভাবে সিরিজ আয়োজন করলেও অন্যান্য টেস্টদলগুলো এখনো পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলতে নিজেদের অপারগতা জানিয়ে আসছে। আসন্ন ওয়েস্টয় ইন্ডিজের বিপক্ষে সিরিজটিও আরব আমিরাত থেকে শ্রীলঙ্কায় চলে যেতে পারে বলে মত প্রকাশ করেছেন পিসিবির কর্মকর্তা। আরআর/পিআর
Advertisement