জাতীয়

ঢাকায় বিজেপি নেতা শুভেন্দুর ছবিতে ক্ষোভের আগুন

বাংলাদেশে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ছবিতে আগুন দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে।

Advertisement

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে 'ভয়েস অব টাইমস ' আয়োজিত প্রতিবাদী যুব সমাবেশে এ প্রতিবাদ জানানো হয়।

আগরতলায় বাংলাদেশের সহাকারী হাইকমিশনে উগ্রবাদী হিন্দুদের হামলা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এ সমাবেশের আয়োজন করা হয়।

আয়োজক সংগঠনের সভাপতি মো. ফারুকুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, বাংলাদেশ জামায়ত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট হেলাল উদ্দিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, আয়োজক সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালেহ উপস্থিত ছিলেন। বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করতে ভারত ও পতিত আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন বলেন, ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করে সহকারী হাইকমিশনে হামলা করে, জাতীয় পতাকা অবমাননা করেছে ভারতের উগ্রবাদীরা। নিজের দেশে সংখ্যালঘুরা নির্যাতিত সেখানে ভারতের মোদি নিশ্চুপ।

Advertisement

আরও পড়ুন

শুভেন্দুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষকে বিপথগামী করার চেষ্টা করছে, উসকানি দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে, বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে ভারত। লুটপাট আর নির্যাতনের কারণে বিচারের মুখোমুখি হবে ভেবেই আওয়ামী লীগ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জনগণ কোনো ষড়যন্ত্র মেনে নেবেনা।

তিনি বলেন ,পতিত সরকার যখন কোথাও জায়গা পায়না, তখন ভারত তাকে আশ্রয় দিয়েছে। আমাদের দেশে যখন পেঁয়াজের দাম বাড়ে তারা পেঁয়াজ বন্ধ করে দেয়। আমাদের যখন পানি দরকার, তখন তারা পানি দেয় না, তাদের দেশে যখন পানি বেড়ে যায় তখন তারা পানি দেয়। তারা আমাদের বন্ধু নয় শত্রু। বাংলাদেশের হাইকমিশনে আঘাত করা মানে বাংলাদেশের উপর আঘাত করা।

কেএইচ/এসআইটি/এমএস

Advertisement