খেলাধুলা

আয়ের দিক দিয়ে মেসিকে হারালেন রোনালদো

শিরোপাবিহীন মৌসুম কাটাতে হয়েছিল রোনালদোকে ২০১৫-১৬ সালে। কিন্তু  তবুও সবার উপরেই রয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ফোর্বস সাময়িকীর জরিপে ২০১৫ সালের সবচেয়ে বেশী অর্থ আয় করা ফুটবলার হলেন রোনালদো। এখানে তিনি ঠিকই টেক্কা দিয়েছেন গত মৌসুমে ‘পেন্টা’ জেতা বার্সেলোনার লিওনেল মেসিকে। গত বছর মোট ৮ কোটি ২০ লাখ ডলার আয় করেছেন তিনবারের বর্ষসেরা ফুটবলার রোনালদো। এর ভেতর তার বার্ষিক বেতন ও বোনাস ৫ কোটি ৩০ লাখ ডলার। এছাড়া ২ কোটি ৯০ লাখ ডলার পেয়েছেন বিভিন্ন এন্ডোর্সমেন্ট থেকে। এদিক দিয়ে একটু পিছিয়ে রয়েছেন লিওনেল মেসি। ২০১৪ সালে বার্সেলোনার সঙ্গে চুক্তি বাড়ানোর পর পাঁচ বারের বর্ষসেরা এই ফুটবলার গত বছর আয় করেছেন ৭ কোটি ৭০ লাখ ডলার। বেতন ও বোনাস থেকে পেয়েছেন ৫ কোটি ১০ লাখ ডলার এবং বিভিন্ন এন্ডোর্সমেন্ট থেকে এসেছে বাকি ২ কোটি ৬০ লাখ ডলার।  এখন পর্যন্ত পেশাদার ফুটবলে পা রেখে রোনালদো তার ফুটবল ক্যারিয়ারে আয় করেছেন প্রায় ৫৫ কোটি ডলার। অন্যদিকে লিওনেল মেসি আয় করেছেন ৪৫ কোটি ডলার। আরআর/আরএস

Advertisement