চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে চারজনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফতেপুর সীমান্তে তাদের আটক করা হয়।
Advertisement
আটকরা হলেন শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের মো. ফজলুর ছেলে মো. নুহ নবী, পারুল আলীর ছেলে মো. সুমন, মো. আব্দুল মালেকের ছেলে মো. এম এবং সাহাপাড়ার নুরুল ইসলামের ছেলে মো. সুজন শেখ।
৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান জানান, ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৩/১-এস এর কাছ দিয়ে চারজন ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরবর্তীতে টহলদল তাদের ধাওয়া করে আটক করে। পরে আটকরা স্বীকার করেন ৪ ডিসেম্বর গরু ও মাদক চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।
মনির-উজ-জামান বলেন আটকদের বিরুদ্ধে মামলা করে শিবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
Advertisement
সোহান মাহমুদ/জেডএইচ/জিকেএস