ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের দুটি বর্ষের পরীক্ষা এগিয়ে আনা হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে নতুন এ সময়সূচি প্রকাশ করা হয়।
নতুন সময়সূচি অনুযায়ী, ২০২৩ সালের স্নাতক চতুর্থ বর্ষের ২ জানুয়ারির পরীক্ষা এগিয়ে ২৬ ডিসেম্বর এবং ৬ জানুয়ারির পরীক্ষা এগিয়ে ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
এছাড়া প্রথম বর্ষের ১০ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য পরীক্ষা গ্রহণ করা হবে ২৯ ডিসেম্বর। সব পরীক্ষা শুরু হবে দুপুর সাড়ে ১২টা থেকে।
Advertisement
খোঁজ নিয়ে জানা গেছে, ৪৭তম বিসিএসে আবেদনের শর্তে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় সাত কলেজের স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে।
সদ্য প্রকাশিত ৪৭তম বিসিএস বিজ্ঞপ্তিতে প্রার্থীর যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে, যাদের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সব লিখিত পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়েছে, কেবল তারা আবেদন করতে পারবেন। ফলে সাত কলেজের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এবার পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে।
এএএইচ/এমকেআর/জেআইএম/ইএ
Advertisement