লাইফস্টাইল

আজ জিন্স প্যান্ট পরেছেন তো?

জিন্সের প্যান্ট পরতে নারী-পুরুষ সবাই কমবেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। এই প্যান্ট দীর্ঘদিন পরিধান করা যায়। আবার এর রংও কখনো একেবারে নষ্ট হয় না। সবদিক বিবেচনা বিশ্বজুড়ে জিন্স প্যান্টের চাহিদা তুঙ্গে।

Advertisement

মূলত পশ্চিমা ফ্যাশনের অন্যতম ভিত্তি হলো এই জিন্স। ধারণা করা হয়, একজন আমেরিকান সাত জোড়া জিন্স কেনেন বছরে। জিন্সের জন্ম ১৮০০ শতকে।

তবে ব্লু জিন্সের জন্মদিন হিসেবে ধরা হয় ১৮৭৩ সালের ২০মে দিনটিকে। কারণ এই দিনেই জ্যাকব ডেভিস এবং লেভি স্ট্রস অ্যান্ড কোং কোম্পানি ব্লু জিন্সের অফিশিয়াল পেটেন্ট পেয়েছিলেন।

আজ ব্লু জিন্স দিবস। প্রতিবছর ৫ ডিসেম্বর আমেরিকায় এই দিবস পালন করা হয় জাতীয়ভাবে। বিশ্বের বিভিন্ন দেশেও পালিত হয় এই দিবস।

Advertisement

আরও পড়ুন বায়ুদূষণে বাড়ছে হৃদরোগে মৃত্যুর ঝুঁকি, বলছে গবেষণা  একনাগাড়ে হাঁচি হলে দ্রুত যা করবেন 

তবে জিন্সের প্যান্ট পরার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। কারণ অত্যধিক টাইট প্যান্ট দীর্ঘক্ষণ পরে থাকার কারণে শারীরিক সমস্যাও হতে পারে।

স্কিনি জিন্স ফ্যাশনেবল হলেও দীর্ঘ সময় ধরে তা পরে থাকলে পায়ের পেশি ও স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে। জিন্স ও আঁটসাঁট বেল্টের সংমিশ্রণ আপনার উরুর সামনের অংশে অসাড়তা, ব্যথা ও ঝিঁঝিঁর কারণ হতে পারে।

যা স্কিনি প্যান্ট সিনড্রোম নামেও পরিচিত। তাই টাইট জিন্স কখনো দীর্ঘক্ষন পরবেন না। তার বদলে বেছে নিন আরামদায়ক ও লুজ ফিটিং জিন্স প্যান্ট।

সূত্র: রিডার্স ডাইজেস্ট

Advertisement

জেএমএস/জিকেএস