জাতীয়

বিকাশের দোকানে লাখ টাকা চুরি, যুবক গ্রেফতার

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বিকাশের দোকানের ক্যাশবাক্স থেকে এক লাখ টাকা চুরির ঘটনায় মো. আমির হোসেন নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নগরীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

এ সময় তার কাছ থেকে চোরাইয়ের নগদ ৮৭ হাজার টাকা, ১৯ টাকা মূল্যের ১২০টি রিচার্জ কার্ড এবং ১৪ টাকার ২০টি রিচার্জ কার্ড ও তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার আমির নগরীর চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকার অসীম মিস্ত্রি বাড়ির আব্দুস সালামের ছেলে।

পুলিশ জানিয়েছে, ১ ডিসেম্বর বোয়ালখালী থানার শাকপুরা চৌমুহনী বাজারের মেসার্স লোকনাথ স্টোরের ক্যাশবাক্সের তালা ভেঙে নগদ টাকা চুরি করে নিয়ে যায় এক চোর। এ ঘটনার পর সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরিতে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে পুলিশ।

বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার বলেন, শাকপুরা এলাকার একটি দোকানে ক্যাশবাক্স ভেঙে চুরি করার ঘটনায় জড়িত আমির নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমির জানিয়েছে সে ১ লাখ ১ হাজার টাকা চুরি করেছে। এর মধ্যে ১৪ হাজার টাকা দিয়ে মোবাইল সেট কিনেছে। পরে চুরির ঘটনায় তার নামে মামলা হয়। মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

এমডিআইএইচ/এমআরএম/এএসএম