নারায়ণগঞ্জে বন্দরে বায়ু দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে পাঁচ ইটভাটাকে তিন লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Advertisement
বুধবার (৪ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেসার্স মায়ের দোয়া ব্রিকসকে ৫০ হাজার, মেসার্স আল মদিনা ব্রিকসকে ৫০ হাজার, মেসার্স নারায়ণগঞ্জ ব্রিকসকে ৩০ হাজার, মেসার্স থ্রি স্টার ব্রিকসকে ৭৫ হাজার ও মেসার্স হাজী অটো ব্রিকসকে এক লাখ টাকাসহ পাঁচটি ইটভাটাকে তিন লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাদের ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামান বলেন, নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ু দূষণকারী কারখানা অথবা প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Advertisement
অভিযানের সহায়তায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টিম।
মোবাশ্বির শ্রাবণ/এএইচ/জিকেএস