অর্থনীতি

ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে ৫ দিন

ব্যাংকিং সফটওয়্যারের মাইগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে বেসরকারি খাতের ডাচ-বাংলা ব্যাংকের লেনদেনসহ সব ধরনের ব্যাংকিং সেবা পাঁচ দিন বন্ধ থাকবে।

Advertisement

ব্যাংকটির আবেদনের পরিপেক্ষিত বুধবার (৪ ডিসেম্বর) এ নির্দশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন।

আরও পড়ুনমুন্নী সাহার ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেননভেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৫.৬৩ শতাংশ

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, ‌‍নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশনের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে কোর ব্যাংকিং সার্ভিসেস পাঁচ দিন (১ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত) এবং এজেন্ট ব্যাংকিং সার্ভিসেস সাত দিন (৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি) সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে ডাচ-বাংলা ব্যাংক পিএলসির আবেদনে সম্মতি দেওয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

Advertisement

ইএআর/কেএসআর/জেআইএম