আইন-আদালত

প্রধান বিচারপতির এজলাসে কান্নায় ভেঙে পড়লেন বিচারপ্রার্থী

২০২১ সালের আপিল মামলা এখনো শুনানি না হওয়ায় প্রধান বিচারপতির এজলাসে কান্না করেছেন আব্দুর রশিদ (৫৮) নামের এক বিচারপ্রার্থী। কয়েক বছরেও মামলার সুরাহা না হওয়ায় পরিবার নিয়ে কষ্টে আছেন বলেও উল্লেখ করেন তিনি।

Advertisement

বুধবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে এ দৃশ্যের অবতারণা হয়।

প্রধান বিচারপতির বেঞ্চের অন্য বিচারকরা হলেন- বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. রেজাউল হক।

সকালে আপিল বিভাগে জরুরি মেনশন চলছিল। এসময় আব্দুর রশিদ প্রধান বিচারপতির এজলাসের ডায়াসের সামনে চলে আসেন। তখন প্রধান বিচারপতি তার কাছে বিষয়টি জানতে চান। এ সময় আব্দুর রশিদ কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন।

Advertisement

আরও পড়ুনকিশোরকে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ, খোঁজ নিতে বললেন হাইকোর্টযাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান আরেক মামলায় গ্রেফতার

তিনি বলেন, ২০২১ সালের মামলা। আপিল নিষ্পত্তি না হওয়ার কারণে আমার প্রমোশনসহ সবকিছু আটকে আছে। চাকরির বয়স শেষের দিকে। দুই সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়ে, বাসায় বৃদ্ধা মা। সংসার চালাতে কষ্ট হচ্ছে।

তখন প্রধান বিচারপতি বিচারপ্রার্থী আব্দুর রশিদকে আশ্বস্ত করে বলেন, আগামী মাসে আপনার আপিল মামলাটি শুনানির জন্য কার্যতালিকার টপে থাকবে। এ সময় বিচারপ্রার্থী আব্দুর রশিদ আদালতের প্রতি কৃতজ্ঞতা জানান।

এজলাস কক্ষ থেকে বের হয়ে বিচারপ্রার্থী আব্দুর রশিদ গণমাধ্যমকে বলেন, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করি। আমি অনেক বৈষম্যের শিকার।

এফএইচ/কেএসআর/জেআইএম

Advertisement