সাহিত্য

গোলাম রববানীর গুচ্ছ কবিতা

মনোবাসনা

Advertisement

আগামী তোমার হাতেআমার জীবন যেন থাকে নিরাপদ

****

স্বপ্ন

Advertisement

হৃদয় গলিয়ে গলিয়ে তোমার জন্য শুধু তোমার জন্য, একটি স্বপ্নের হাম্মামখানা গড়বোসুযোগ পাইলে তুমি প্রণয়ের ভেলাতেই ভেসো।

****

জীবন মরণের প্রভাত

মেহেদি রাঙানো তোমারই হাতহোক আমার জীবন মরণের প্রভাত

Advertisement

****

বাঁচার ঠিকানা

সবাই আশায় বাঁচেআমি চাই তোমার মনের ঠিকানা পেতেযেখানে আমার সমস্তই সমর্পিত হবে।

****

ভালোবাসার কাঙাল

তুমি আমাকে ভালোবাসার কাঙাল করেছ।

****

জান, প্রণয়ে বাঁধা পড়েছি

খোলা চুলে বিলিয়েছিলামতোমার জন্য প্রাণ, তুমি জানো না তোতোমার চুলে বাঁধা পড়েছে আমার জীবনতুমিই আমার জান।

****

টিলাকন্যার নখ

মনে হয় টিলাকন্যার নখ হয়েছিপারলে কাটতে কাটতে কিছুটা রেখোদেখো, ভালোবাসা ফুরাবে না কখনো।

****

অস্থিরতা

তোমাকে দেখার পর অস্থিরতার মাত্রা বেড়েছে।

****

ভালোবাসার সূত্র

বিশ্বাস দিয়ে বিশ্বাস নিয়োএটাই তোমার প্রতি আমার ভালোবাসার সূত্র।অথবা, বিশ্বাস রেখো বিশ্বাস করেইএটাই আমার প্রতি তোমার ভালোবাসার সূত্র।

****

অপূর্ব অধিকার

তোমার ঠোঁটের মালিকানা পেলে চুমুর রাজত্ব সত্যিই আমার সেটাই হবে তোমার আমার ভালোবাসার রক্তিম গোলাপ।

এসইউ/এমএস