দেশজুড়ে

সরকারি জমি নিয়ে দ্বন্দ্ব, মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

গোপালগঞ্জের মুকসুদপুরে ইউনিয়ন পরিষদের সরকারি জায়গা দখল নিয়ে উপজেলার মহারাজপুর ও মোচনা ইউনিয়নবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৫ ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে ৯ জন আহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শুরু হওয়া সংঘর্ষ চলে দুপুর আড়াইটা পর্যন্ত। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইউনিয়নের বনগ্রাম বাজারে মহারাজপুর ইউনিয়ন পরিষদের কিছু সরকারি জমি রয়েছে। ওই জমি দখল করাকে কেন্দ্র করে বনগ্রামের মজিবর রহমান ও মোচনা ইউনিয়নের আকদিয়া গ্রামের আসাদ সিকদারের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে মজিবর রহমান দোকান তুলতে গেলে মোচনা ইউনিয়নের আসাদ সিকদার বাধা দেন। এ সময় দুজনের মধ্যে বাগবিতণ্ডা বাধে। এক পর্যায়ে দুই ইউনিয়নবাসী মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ৫ ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র্যাবের সদস্যদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আছেন।

Advertisement

আশিক জামান অভি/এফএ/এমএস