আন্তর্জাতিক

মাঝরাতে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি, বিক্ষোভের মুখে প্রত্যাহার

মাঝরাতে হঠাৎ করেই সামরিক আইন জারি করে তা আবার প্রত্যাহারও করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। সংসদ সদস্যদের তীব্র বিক্ষোভের মুখে সামরিক আইন জারির আদেশ প্রত্যাহারের কথা জানান দেশটির প্রেসিডেন্ট।

Advertisement

এর আগে মঙ্গলবার  (৩ ডিসেম্বর) গভীর রাতে টিভিতে দেওয়া ভাষণে সামরিক আইন ঘোষণা করেন প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। এরপরপরই বিক্ষোভের মুখে তা প্রত্যাহার করতে বাধ্য হন তিনি।

পার্লামেন্টে ইউন সুক-ইওল বলেন, সামরিক আইনের অবসান ঘটাতে পার্লামেন্টের অবস্থান মেনে নেওয়া হবে। এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠক হওয়ার পরপরই সামরিক আইন প্রত্যাহার করা হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার মন্ত্রিসভা জরুরি বৈঠক করে সামরিক আইন প্রত্যাহারে সম্মত হয়েছে। অবিলম্বে সামরিক আইন জারির আদেশটি বাতিল হয়ে যাবে।

Advertisement

এর আগে মঙ্গলবার গভীর রাতে টিভিতে দেওয়া ভাষণে সামরিক আইন ঘোষণা করেন প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। দেশটির প্রধান বিরোধী দলকে উত্তর কোরিয়ার প্রতি সহানুভূতিশীল ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের জন্য অভিযুক্ত করেন তিনি। সেই সঙ্গে ইওলের পিপল পাওয়ার পার্টি ও প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির মধ্যে আগামী বছরের বাজেট বিল নিয়ে মতবিরোধের মধ্যে সামরিক শাসনের ঘোষণাটি আসে।

জাতির উদ্দেশে প্রেসিডেন্ট বলেন, উত্তর কোরিয়ার কমিউনিস্ট শক্তির হুমকি থেকে উদার দক্ষিণ কোরিয়াকে রক্ষা করার জন্য ও রাষ্ট্রবিরোধী উপাদানগুলোকে নির্মূল করার জন্য আমি জরুরি সামরিক আইন ঘোষণা করছি।

তবে সুক-ইওলের এই আকস্মিক আদেশ মেনে নিতে পারেননি দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতারা। তারা পার্লামেন্টে এই আদেশ জারির বিরুদ্ধে বিক্ষোভ করেন। এমনকি, প্রেসিডেন্টকে গ্রেফতারের দাবিতে তাদের স্লোগান দিতেও শোনা যায়। একপর্যায়ে কিছু সময়ের জন্য পার্লামেন্ট ভবনে প্রবেশ করেন সেনাসদস্যরা। ভবনের ওপরে হেলিকপ্টার নামতেও দেখা যায়।

এমন পরিস্থিতিতে রাতেই পার্লামেন্টে ভোটাভুটি হয়। ৩০০ আইনপ্রণেতার মধ্যে ১৯০ জন সামরিক আইন জারির বিরুদ্ধে ভোট দেন। দক্ষিণ কোরিয়ার সংবিধানে বলা আছে, ৩০০ সদস্যের অর্ধেকের বেশি আইনপ্রণেতা চাইলে সামরিক আইন তুলে নেওয়া যাবে।

Advertisement

২০২২ সাল থেকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদে আছেন ইউন সুক-ইওল। পিপল পাওয়ার পার্টি তার রাজনৈতিক দল। দক্ষিণ কোরিয়ার নির্বাচনে প্রতিপক্ষ প্রার্থী লি জ-মায়ুংকে খুব কম ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছিলেন ইওল।

এরপর নানা বিতর্ক ও কেলেঙ্কারির কারণে প্রেসিডেন্ট ইওলের জনসমর্থন অনেক কমে এসেছে। তার স্ত্রীও কেলেঙ্কারিতে জড়িত। স্ত্রীর কেলেঙ্কারির জন্য ইওল গত মাসে ক্ষমাও চেয়েছেন।

পার্লামেন্ট বিরোধীদের দখলে থাকায় সরকারি সিদ্ধান্ত পাস করাতেও ইদানিং বেগ পেতে হচ্ছে ইওলকে। মূলত দক্ষিণ কোরিয়ায় সর্বশেষ সাধারণ নির্বাচনে বিরোধীরা বিপুল জয় পাওয়ার পর ইওল এখন ‘খোঁড়া হাঁস’ অর্থাৎ বিদায়ী রাজনীতিবিদে পরিণত হয়েছেন।

এ সপ্তাহে ইওল সরকার ও ক্ষমতাসীন দলের প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করেছে বিরোধীরা। মন্ত্রিসভার মন্ত্রীদেরও অভিসংশন করার পথে এগুচ্ছে তারা। ফার্স্ট লেডির বিরুদ্ধে অভিযোগ তদন্তে ব্যর্থতার কারণে বিরোধীরা এসব পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।

সূত্র: সিএনএ, বিবিসি

এসএএইচ