জাতীয়

শ্রম ভবনে আগুন

রাজধানীর বিজয় নগরে শ্রম ভবনে অগ্নিকাণ্ড হয়েছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য জানান।

আরও পড়ুনআগরতলায় বাংলাদেশের কনস্যুলার সেবা বন্ধবাংলাদেশি জানলেই আগরতলায় করা হচ্ছে হয়রানি

তিনি বলেন, বিজয় নগরে অবস্থিত ২৩ তলা শ্রম ভবনের ৮ তলায় আগুন লাগে। খবর পেয়ে সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়।

এরপর রাত ৭টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

Advertisement

টিটি/কেএসআর/জেআইএম