আইন-আদালত

আগরতলায় হামলার প্রতিবাদে সুপ্রিম কোর্টে আইনজীবীদের মানববন্ধন

ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে মানববন্ধন করেছেন আইনজীবীরা।

Advertisement

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নিয়ে আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেওয়ার প্রতিবাদ জানান আইনজীবীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন আইনজীবী আবেদ রাজা, তৈমূর আলম খন্দকার, শাহ আহমেদ বাদল, আশরাফুজ্জামান, সাবেক জেলা জজ শহিদুল ইসলাম, জিয়াউর রহমান, রফিকুল হক তালুকদার রাজা, মতিলাল ব্যাপারী ও পারভেজ হোসেন।

Advertisement

আরও পড়ুনতলবের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনারএকটি ইস্যু দিয়ে সম্পর্ক মূল্যায়ন করা যাবে না: ভারতীয় হাইকমিশনারআগরতলায় সহকারী হাইকমিশনে হামলায় বাংলাদেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

সোমবার (২ ডিসেম্বর) দুপুরের দিকে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা করে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকরা। এ ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে কর্তব্যে গাফিলতির জন্য ত্রিপুরা পুলিশের তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

এদিকে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে তলবের প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান তিনি।

কোনো নির্দিষ্ট একটি ইস্যু দিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক মূল্যায়ন করা যাবে না বলে মনে করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

প্রণয় ভার্মা বলেন, আমরা আমাদের আলোচনা চলমান রাখবো, আজকের বৈঠক তেমনই একটি বিষয়। আমাদের বিস্তৃত সম্পর্ক রয়েছে, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক রয়েছে। আমরা একটি ইস্যু দিয়ে সেটি মূল্যায়ন করতে পারবো না। আমাদের পরস্পরনির্ভর বিষয় রয়েছে। যেটি দুদেশের জন্যই গুরুত্বপূর্ণ।

Advertisement

এফএইচ/বিএ/জেআইএম