দেশজুড়ে

ভারতের কোনো সাহায্য নিয়ে দেশ স্বাধীন হয়নি: সামু

ভারতের কোনো সাহায্য নিয়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেনি বলে মন্তব্য করেছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।

Advertisement

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর মহানগরীর জাহাজ কোম্পানি মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

সামু বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে ভারত তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য পাকিস্তানকে বাংলার মুক্তিকামী মানুষের বিরুদ্ধে ব্যবহার করেছে। ভারত যদি বাংলাদেশকে ছোট করে দেখে তাহলে দেশটির সরকার ভুলের স্বর্গরাজ্যে আছে। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এদেশের জনগণ একাত্তরে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে। ভারতের কোনো সাহায্য নিয়ে স্বাধীনতা লাভ করেনি। মুক্তিকামী মানুষেরা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি।

সমাবেশে তিনির আরও বলেন, আগরতলায় বাংলাদেশর সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননা করেছে ভারতের উগ্রবাদী সন্ত্রাসীরা। আমরা এ ধরনের কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভারতকে মনে করে দিতে চাই, বাংলাদেশে তাদেরও দূতাবাস ও হাইকমিশন রয়েছে। আমরা হুঁশিয়ারি করে দিতে চাই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র বন্ধ করুন, না হলে উগ্রবাদী উস্কানির পরিণতি ভালো হবে না।

Advertisement

এর আগে গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে মহানগর বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাহাজ কোম্পানি মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।

বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডনের সঞ্চালনায় বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য দেন। এসময় রংপুর মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, তাতীদল, মহিলা দল, ওলামা দল, জাসাসসহ মহানগরের ৩৩টি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জিতু কবীর/এএইচ/জেআইএম

Advertisement