জাতীয়

হাবিব উল্লাহকে ঠাকুরগাঁওয়ের পরিবর্তে রাঙ্গামাটির ডিসি নিয়োগ

অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ হাবিব উল্লাহকে ঠাকুরগাঁওয়ের পরিবর্তে রাঙ্গামাটির জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে।

Advertisement

মঙ্গলবার (৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার সংশোধিত নিয়োগ আদেশ জারি করা হয়েছে।

এর আগে গত ২৭ নভেম্বর হাবিব উল্লাহকে ঠাকুরগাঁয়ের ডিসি নিয়োগ দেওয়া হয়। অন্যদিকে ঠাকুরগাঁওয়ের ডিসি ইশরাত ফারজানাকে রাঙ্গামাটিতে বদলি করা হয়েছিল।

ইশরাত ফারজানার বদলির আদেশের সেই অংশটুকু বাতিল করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

Advertisement

আরএমএম/এমকেআর