বিখ্যাত আরব্য রজনীতে যেমন তুমুল জনপ্রিয় চরিত্র আলাদিন তেমনি সৌন্দর্য, সাহস ও বুদ্ধিমত্তার জন্য মায়াবতী জেসমিনের গ্রহণযোগ্যতাও কম নয়। বহুবার বহু দেশে এই চরিত্র হাজির হয়েছে নাটক-সিনেমার পর্দায়। সর্বশেষ হলিউডে জেসমিন চরিত্রে অভিনয়ের সুবাস ছড়িয়েছেন নাওমি স্কট।
Advertisement
সেই অভিনেত্রী চলতি বছরে রুপালি পর্দায় ফিরেছেন হরর সিনেমা দিয়ে। এর আগে ২০২২ সালে মুক্তি পেয়েছিল ‘স্মাইল’। সেখানে অভিনয় করেছিলেন নাওমি। তারই সিক্যুয়েলটি মুক্তি পেয়েছে গেল অক্টোবরে। এতেও মূল ভূমিকায় রয়েছেন এই অভিনেত্রী। স্কাই রাইলি নামে এক পপ স্টার চরিত্রে দেখা গেছে তাকে।
হলিউডের গণমাধ্যম নিশ্চিত করছে, সিনেমাটি আজ ৩ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রের দর্শকেরা পারামাউন্ট+ স্ট্রিমিং সার্ভিসে উপভোগ করতে পারবেন। ধীরে ধীরে যুক্তরাজ্যসহ বিশ্বের নানা দেশের দর্শকের জন্য অনলাইনে মুক্তি দেয়া হবে।
আপাতত যুক্তরাষ্ট্রের যে কোনো দর্শক প্রাইম ভিডিও, আইটিউনস এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে ‘স্মাইল ২’ কিনতে বা ভাড়া নিতে পারবেন। আর যুক্তরাজ্যের দর্শকেরা প্রাইম ভিডিও এবং আইটিউনসে সিনেমাটি প্রি-অর্ডার করতে পারবেন, যাতে সিনেমাটি মুক্তি পাওয়ার পর তারা এটি দেখতে পারেন।
Advertisement
‘স্মাইল ২’ পরিচালনা করেছেন পার্কার ফিন। এতে নাওমি ছাড়াও অভিনয় করেছেন রোজমেরি ডিওইট, লুকাস গেজ, মাইলস গুটিরেজ-রাইলি, পিটার জ্যাকবসন, রে নিকোলসন, ডিলান গেলুলা এবং রাউল কাস্তিলো। সিনেমার প্রথম পর্ব থেকে কাইল গ্যালনারও তার চরিত্র জোয়েল হিসেবে ফিরে এসেছেন।
‘স্মাইল ২’ রটেন টমেটোসে ৮৬% রেটিং পেয়েছে, যা প্রথম সিনেমার ৭৯% রেটিংয়ের চেয়ে বেশি। তবে সিক্যুয়েলটি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। প্রথম সিনেমাটি বিশ্বব্যাপী ২১৭.৪ মিলিয়ন ডলার আয় করেছিল। আর ‘স্মাইল ২’ ছবির আয় এখন পর্যন্ত ১৩১.৯ ডলার মিলিয়ন। তবে ছবির টিম রিভিউ নিয়ে খুবই সন্তুষ্ট। দর্শক আগের পর্বের চেয়ে দ্বিতীয়টির প্রশংসা করছেন অনেক বেশি।
এলএ/এএসএম
Advertisement