খেলাধুলা

অজেয় থাকার লড়াইয়ে শ্রীলঙ্কাকে ২২৮ রানে গুটিয়ে দিলো বাংলাদেশ

আরব আমিরাতে চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে প্রথম দুই ম্যাচ জিতেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এখন পর্যন্ত অপরাজিত দুই দল আজ বি-গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে। সেমি নিশ্চিত হলেও এই ম্যাচে তারা নেমেছে অপরাজিত থাকার লড়াইয়ে। কারণ, যে দল জিতবে তারা অপরাজিত থেকেই সেমিফাইনালে যেতে পারবে।

Advertisement

মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অজেয় থাকার লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৪৯.২ ওভারে ২২৮ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের সবগুলোতেই জিতে গ্রুপ পর্ব শেষ করতে হলে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের যুবাদের করতে হবে ২২৯ রান।

শ্রীলঙ্কার হয়ে ১৩২ বলে ১০৬ রানের অনবদ্য ইনিংস খেলেছেন ভিমাথ দিনসারা। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকানোর পথে ১০টি বাউন্ডারি হাঁকান তিনি।

এছাড়া অধিনায়ক ভিহাস থিওমিকা ২৪ বলে ২২, লাকভিন আবিসিঙ্গে ৪২ বলে ২১, বিরান চামুদিথা ২৪ বলে ২০, ১৯ বলে ১৯ রান করেন ওপেনার পুলিন্দু পেরেরা।

Advertisement

শেষ দিকে ২৬ রানে ৪ উইকেটের পতন হয়। ২০২ রানে ৬ উইকেট থাকলেও ২২৮ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। শেষ ওভারে আল ফাহাদের বলে দিনসারার আউট হলে শেষ হয় লঙ্কানদের ইনিংস। হাতে তখনো ৪ বল বাকি।

বাংলাদেশের হয়ে ৫০ রানে ৪ উইকেট শিকার করেন ডানহাতি পেসার আল ফাহাদ, ৪০ রানে ৩ উইকেট নেন রিজান হোসেন।

এমএইচ/জিকেএস

Advertisement