বিয়েবাড়ির সব ধরনের পদই হয় সুস্বাদু। তবে ঘরে সে খাবার রান্না করতে গেলে আবার তেমন স্বাদ হয় না। তবে সঠিক মসলা ব্যবহারে আপনিও বিয়েবাড়ির মতো পদ রাঁধতে পারবেন।
Advertisement
বিশেষ করে খাসির মাংস। বিয়েবাড়ির খাসির মাংসের স্বাদ মনে পড়লে অনেকেরেই জিভেই পানি চলে আসে। চাইলে কিন্তু আপনিও ঘরে খুব সহজেই বিয়েবাড়ি স্টাইলে রাঁধতে পারবেন খাসির মাংস। জেনে নিন সহজ রেসিপি-
উপকরণ১. খাসির মাংস ১ কেজি২. টকদই আধা কাপ৩. আদা বাটা ১ টেবিল চামচ৪. রসুন বাটা ১ চা চামচ৫. শুকনো মরিচের গুঁড়া ২ চা চামচ৬. হলুদ গুঁড়া আধা চা চামচ৭. ধনে গুঁড়া ২ চা চামচ৮. গরম মসলার গুঁড়া ১ চা চামচ৯. কাজু বাদাম বাটা ১ টেবিল চামচ১০. পেঁয়াজ বেরেস্তা আধা কাপ ১১. সাদা গোলমরিচের গুঁড়া আধা চা চামচ১২. তেল ১/৪ কাপ১৩. ঘি ১/৪ কাপ১৪. লবণ স্বাদমতো১৫. চিনি ১/৪ চা চামচ ও১৬. আস্ত কাঁচা মরিচ ৬টি।
আরও পড়ুন এইডসমুক্ত থাকতে মানুন ৮ সতর্কতা মশার কামড়ে হতে পারে যেসব রোগ পদ্ধতিএকটি বাটিতে টকদই নিয়ে তার মধ্যে সব মসলা ভালো করে মিশিয়ে নিন। এরপর চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে মসেলা ভালো করে কষিয়ে নিন।
Advertisement
এবার মাংস দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে রাখুন। মাংস অর্ধেক সেদ্ধ হয়ে এলে দিয়ে দিন বেরেস্তা। এরপর আরও একবার ভালো করে কষিয়ে নিন।
এরপর ২-৩ কাপ গরম পানি দিয়ে অল্প আঁচে মাংস সেদ্ধ করতে দিন। সেদ্ধ হয়ে এলে এর মধ্যে চিনি ও কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে নামিয়ে নিন।
এরপর পরিবেশন করুন গরম ভাত, পোলাও, রুটি বা পরোটার সঙ্গে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে খাসির মাংসের এই পদ।
জেএমএস/জিকেএস
Advertisement