দেশজুড়ে

সিরাজগঞ্জে ব্যবসায়ী মান্নান ফকির কারাগারে

 

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, অস্ত্র লুট ও ১৫ পুলিশ হত্যা মামলার আসামি তাঁত ব্যবসায়ী মান্নান ফকিরকে (৪৮) কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২ ডিসেম্বর) যমুনা নদীর আজুগড়া বাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সেনাবাহিনী। পরে সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

Advertisement

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী জাগো নিউজকে এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মান্নান ফকিরের বিরুদ্ধে বিস্ফোরক, সংঘর্ষ ও বালু লুটের ৭টি মামলা রয়েছে। এছাড়া ১৫ পুলিশ হত্যা মামলারও আসামি তিনি।

মান্নান ফকির এনায়েতপুর থানার আজুগড়া গাবেরপাড়ার মৃত সোহরাব আলী ফকিরের ছেলে ও বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত আওয়ামী লীগ প্রার্থী বদিউজ্জামান ফকির ওরফে বদী ফকিরের ভাই।

Advertisement

বেলকুচি আর্মি ক্যাম্পের মেজর মারুফ হোসেন বলেন, অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। একইসঙ্গে যমুনা নদীর তীরের আজুগড়া বাঁধ এলাকায় ভূমি দখল করে মান্নান ফকিরের অবৈধভাবে গড়ে তোলা ‘ভাসমান কফি হাউস’র নির্মাণকাজ বন্ধ ও আগামী ২৪ ঘণ্টার মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। এ সময় উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন বলে তিনি জানান।

এম এ মালেক/এফএ/এমএস