বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি আরও এক মাস পেছালো। আজ তার জামিন শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন তার পক্ষে কোনো আইনজীবী শুনানি করেননি। আদালত নতুন করে আগামী ২ জানুয়ারি জামিন শুনানির জন্য দিন ধার্য করেন।
Advertisement
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম শুনানি শেষে এ তারিখ নির্ধারণ করেন।
আরও পড়ুন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর আটকে দেওয়া হলো চিন্ময় কৃষ্ণকে বহন করা প্রিজন ভ্যান চিন্ময় দাস ইস্যুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিবিষয়টি নিশ্চিত করেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন।
এর আগে গত বুধবার চিন্ময় কৃষ্ণের জামিন শুনানির সময় থাকলেও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় আইনজীবীরা আদালত বর্জন করেন। ফলে শুনানি হয়নি।
Advertisement
২৫ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম তার জামিন নামঞ্জুর করেন। এসময় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
তবে জামিন নামঞ্জুরের পর তাকে প্রিজন ভ্যানে তোলা হলেও কয়েকশ ইসকন সমর্থক ঘিরে রাখেন প্রিজন ভ্যানটি। তারা প্রিজন ভ্যান ঘিরে নানা ধরনের স্লোগানও দেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। দুই ঘণ্টারও বেশি সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে পরে তাকে কারাগারে নেওয়া হয়। এসময় চিন্ময় দাসের সমর্থকদের হামলায় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে নিহত হন সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবী।
এমডিআইএইচ/এসএনআর/জিকেএস
Advertisement