দাঁড়াতে বলেনি কেউ ছাতিম বনের পাশে, তবুছায়া পড়ে কার? জীবনের সূত্র পার হয়েকবে যেন চলে গেছে!তবুও তাঁদের থাকা কিংবা না-থাকা জুড়েচরম অস্ফূট বাণী—দাঁড়াও একটি কথা শোনোতোমরা সম্মুখে আছো আমাদের রক্তের ভেতরে, অন্তরে আর সমূহ ধূলিকণায়
Advertisement
যাবে আবার আসবে তুচ্ছ গুচ্ছ রাজনীতিতোমাদের স্থান থাকবেই সরিয়ে সকল ভীতি
মুক্তি বুঝি এমনই কখনোও একাত্তর কখনো চব্বিশগুনে গুনে আসে না এসব, ত্রিশ হয়ে যায় অলীক ছত্রিশ
*****
Advertisement
কান্নার আক্ষেপ নিয়ে অদ্ভুত নিষাদে তুমিকেন মৌন হয়ে যাও! সৌরভের কাছে বেঁচে থেকেতোমার শহরে দেখো, সুন্দরবনের সুর চলে আসে
খাদের কিনারে থেকে চঞ্চল হরিণ হয়ে যাও তুমিকোন খুনিকে ধরবে? মিশে যাবে সবকিছু নির্লিপ্ত হাওয়ায়বিষাদের কাছে যদি তুমি বারবার কাঁদো, আররোদগুলো যদি মায়ারোদ হয়ে যায়!
এসইউ/জিকেএস
Advertisement