একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ডা. খন্দকার গোলাম সাব্বির আহমদের জামিনের বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানি ১২ ডিসেম্বর।
Advertisement
এ সংক্রান্ত বিষয়ে শুনানির জন্য মঙ্গলবার (৩ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে এদিন আসামি পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান। প্রসিকিউসনের পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তানিম।
এর আগে মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ডা. খন্দকার গোলাম সাব্বির আহমদ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামিন আবেদন করেন।
Advertisement
২০২৩ সালের ১০ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত গোলাম সাব্বির আহমদ ও আব্দুস সাত্তারের জামিন আবেদন নাকচ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সেসময় তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় খন্দকার গোলাম সাব্বির আহমদসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।
এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৫১তম রায়। কারাদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- মো. হরমুজ আলী, ফখরুজ্জামান, আব্দুস সাত্তার ও খন্দকার গোলাম রব্বানী।
Advertisement
এফএইচ/ইএ/এমএস