পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড নতুন করে ৪ কোটি ৬৭ লাখ সাধারণ শেয়ার ইস্যু করার পরিকল্পনা নিয়েছে। এরই মধ্যে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ বিষয়ে অনুমোদন দিয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলে এই শেয়ার ইস্যু করা হবে।
Advertisement
তথ্যপ্রযুক্তি খাতের আরেক কোম্পানি আমরা নেটওয়ার্ক জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির নামে থাকা চট্টগ্রামের ৯৮ দশমিক ৩০ ডেসিমেল জমি বিক্রি করা হবে। এ বিষয়ে অনুমোদন দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
কোম্পানি দুটির দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএসই জানিয়েছে, ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড ১০ টাকা অভিহিত মূল্যের ৪ কোটি ৬৭ লাখ নতুন শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ড্যাফোডিল ফ্যামিলি কনসার্ন থেকে নেওয়া ৪৬ কোটি ৭০ লাখ টাকার ঋণকে শেয়ারে রূপান্তর করবে। অর্থাৎ ড্যাফোডিল ফ্যামেলি কনসার্নের নামে নতুন শেয়ারগুলো ইস্যু করা হবে।
Advertisement
ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে শেয়ার ছেড়ে ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি ৯৯ লাখ ১২ হাজার ২৬২টি। এর মধ্যে ৪১ দশমিক ৪০ শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৩ দশমিক ৯৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৪ দশমিক ৫১ শতাংশ এবং বিদেশি বিনিয়োকারীদের কাছে দশমিক ১০ শতাংশ শেয়ার আছে।
এদিকে আমরা নেটওয়ার্কের পরিচালনা পর্ষদ চট্টগ্রামে ৯৮ দশমিক ৩০ ডেসিমেল জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এর মূল্য ধরা হয়েছে ২২ কোটি টাকা। কোম্পানিটির আগামী বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের কাছ থেকে এ বিষয়ে অনুমোদন নেওয়া হবে।
২০১৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া আমরা নেটওয়ার্কের শেয়ার সংখ্যা ৯ কোটি ২৯ লাখ ৭৯ হাজার ৯১২টি। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে আছে ৩৩ দশমিক শূন্য ৪ শতাংশ। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৩ দশমিক ৮৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩ দশমিক ১৩ শতাংশ শেয়ার আছে।
এমএএস/এমএইচআর/এমএস
Advertisement