খেলাধুলা

নাহিদ রানার পর তাসকিন-তাইজুলে কাঁপছে ক্যারিবীয়রা

তৃতীয় দিনের শুরুতে ভালোভাবেই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশের বোলাররা। শুরুতে নাহিদ রানার বলে পরপর দুই উইকেট পড়লো। এরপর তাসকিন এবং তাইজুলের বলেও দ্রুত আরও দুই উইকেট হারিয়েছে ক্যারিবীয়রা। সব মিলিয়ে স্বাগতিকদের ভালোভাবেই চেপে ধরেছে বাংলাদেশের বোলাররা।

Advertisement

এ রিপোর্ট লেখার সময় ওয়েস্ট ইন্ডিজের রান ৫২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৭। ৩৪ রানে কিচি কার্টি ব্যাট করছেন। তার সঙ্গী জসুয়া ডা সিলভা ২ রান নিয়ে ব্যাট করছেন। স্বাগতিকরা এখনও ৫৭ রান পিছিয়ে বাংলাদেশের চেয়ে। তিনটি উইকেট নেন নাহিদ রানা।

১৪০ প্লাস কিলোমিটার গতিতে নিয়মিত বল করে যাওয়া চাট্টিখানি কথা নয়। তবে, বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা সে কাজটাই দারুণভাবে করে যাচ্ছেন। নাহিদ রানার আগুনে বোলিংয়ের সামনে কুপোকাত হয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্র্যাথওয়েট।

১৪২ কিলোমিটার গতিতে ছুটে আসা বলে নিয়ন্ত্রণ রাখতে পারেননি ক্যারিবীয় অধিনায়ক। ব্যাক ফুটে গিয়ে বলটা বলটা ব্লক করার চেষ্টা করেন; কিন্তু ব্যাটের উপরের অংশে লাগিয়ে ক্যাচ তুলে দেন গালি অঞ্চলে। সেখানে নিচু হয়ে আসা ক্যাচটি তালুবন্দী করে নেন বদলি ফিল্ডার জাকির হাসান।

Advertisement

৩৯ রান করে ফিরে যান ব্র্যাথওয়েট। ৩৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিলেন তিনি। আজ মাত্র ৬ রান যোগ করতে পারলেন। দলীয় ৮৫ রানের মাথায় আউট হয়ে যান ক্যারিবীয় অধিনায়ক।

এরপর ব্যাট করতে নামা কাভেম হজকে সহজ ক্যাচে পরিণত করেন নাহিদ রানা। ৪৫তম ওভারের চতুর্থ বলে পুল রতে গিয়েই ব্যাটের উপরের অংশে লাগিয়ে আকাশে বল তুলে দেন হজ। ফাইন লেগে ক্যাচ ধরতে ছুটে যান উইকেটরক্ষক লিটন। কিন্তু তার আগেই সেখানে পৌঁছান তাসকিন। কিন্তু বল বেশি ওপরে থাকায় সহজ ক্যাচটা মিস করে ফেলেন তাসকিন। তার হাত ফসকে বল পড়ে যায় মাটিতে।

এক বল বিরতি দিয়েই হজের উইকেট তুলে নেন নাহিদ রানা। এবার নাহিদ রানার চেয়ে এই উইকেটের কৃতিত্ব সবচেয়ে বেশে উইকেটরক্ষক লিটন দাসের। বাজপাখির মত ঝাঁপিয়ে পড়ে যেভাবে কাভেম হজের ব্যাটের কানায় লেগে ছুটে আসা বলটিকে এক হাতে তালুবন্দী করলেন, তা রীতিমত অবিশ্বাস্য। ৩ রান করে আউট হয়ে যান কাভেম হজ।

অ্যালিক আথানাজেকে বেশিক্ষণ টিকতে দিলেন না তাসকিন আহমেদ। তার বলে বোল্ড হয়েই মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন এই ক্যারিবীয় মিডল অর্ডার। জাস্টিন গ্রিভসকেও ঘূর্ণিতে বোকা বানান তাইজুল ইসলাম। সোজা বোল্ড করে সাজঘরে পাঠান। ২ রান করে আউট হন গ্রিভস।

Advertisement

এর আগে দ্বিতীয় দিন ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষ বিকেলে ২৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় ক্যারিবীয়রা। মিকাইল লুইস ১২ রান করে আউট হন নাহিদ রানার বলে।

তার আগে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয় ১৬৪ রানে। ১৩৭ বলে ৬৪ রান করেন সাদমান ইসলাম। ৩৬ রান করেন মেহেদী হাসান মিরাজ, ১৬ রান করেন তাইজুল ইসলাম। জাইডেন সিলস নেন ৪ উইকেট।

আইএইচএস/