আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২ ডিসেম্বর ২০২৪

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, পতাকায় আগুনভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২ ডিসেম্বর) বিশ্ব হিন্দু পরিষদসহ ভারতের বিভিন্ন ডানপন্থি সংগঠনের শতাধিক সদস্য এই হামলা চালায়। এসময় সহকারী হাইকমিশনের ভবনে টাঙানো বাংলাদেশের পতাকা টেনে নামিয়ে ফেলে তারা।

বাংলাদেশবিরোধী প্রচারণায় মমতা, বললেন শান্তিরক্ষী পাঠাতেবাংলাদেশে সৃষ্ট হওয়া অস্থির পরিবেশ সামলানোর জন্য জাতিসংঘের বিশেষ বাহিনী পাঠানোর আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সোমবার (২ ডিসেম্বর) বিধানসভা অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় এই আহ্বান জানান তিনি।

কলকাতায় চিকিৎসা নিতে যাওয়া বহু বাংলাদেশি বিপাকেচিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগে সম্প্রতি ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। বিভিন্ন ইস্যুতে শুরু হয়েছে দুই দেশের মধ্যে টানাপোড়েন।

Advertisement

বাংলাদেশের কাছে ১৩৫ কোটি রুপি বকেয়া বিদ্যুৎ বিল চাইলো ত্রিপুরাজরুরিভিত্তিতে বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিল বাবদ পাওনা ১৩৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৯০ কোটি ৯২ লাখ ৫৬ হাজার টাকা) চেয়েছে ত্রিপুরার রাজ্য সরকার। বকেয়া অর্থ চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে এরই মধ্যে চিঠিও দিয়েছে ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি করপোরেশন (টিএসইসিএল)।

ছেলেকে ক্ষমা করতে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করলেন জো বাইডেনছেলে হান্টার বাইডেনকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অস্ত্র ও শুল্ক মামলায় অভিযুক্ত হয়ে শাস্তির মুখোমুখি হয়েছিলেন হান্টার। যদিও এর আগে বাইডেন অঙ্গীকার করেছিলেন যে ছেলেকে ক্ষমার ক্ষেত্রে প্রেসিডেন্সিয়াল ক্ষমতা ব্যবহার করবেন না।

আজমির শরিফের জায়গায় মন্দির ছিল দাবি করে হিন্দু সেনা নেতার মামলাভারতের রাজস্থানে সুফি সাধক মঈনুদ্দিন চিশতির মাজার আজমির শরিফ শিব মন্দিরের ওপর তৈরি হয়েছিল বলে দাবি করে একটি মামলা করেছেন এক হিন্দু নেতা। মামলাটি শুনানির জন্য গ্রহণ করে সব পক্ষকে নোটিশ দিয়েছেন আদালত।

ইউক্রেনকে পরমাণু অস্ত্র ফেরতের সম্ভাবনা নাকচ করলো যুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্র ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র ফেরত দেওয়ার কোনো পরিকল্পনা করছে না বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। রোববার (১ ডিসেম্বর) এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

Advertisement

নাইজেরিয়ায় নৌকাডুবি: অর্ধ-শতাধিক মরদেহ উদ্ধার, নিখোঁজ অনেকেনাইজেরিয়ার নাইজার নদীতে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৫৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে অনেক যাত্রী এখনো নিখোঁজ। ধারণা করা হচ্ছে, নৌকাটিতে দুই শতাধিক যাত্রী ছিল। দুর্ঘটনার পর ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়, যাদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন।

পাকিস্তানজুড়ে নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত ২০পাকিস্তানের তিন প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৬ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান এবং পাঞ্জাবের বিভিন্ন জেলায় গত শনিবার ও রোববার এসব অভিযান চালানো হয়। এসময় দুই সেনা সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার সদস্যও নিহত হন।

গাজায় যুদ্ধাপরাধ করছে ইসরায়েল: সাবেক ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীগাজা উপত্যকায় যুদ্ধাপরাধ এবং জাতিগত নিধনের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত যে অভিযোগ এনেছেন মোশে ইয়ালনও তাদের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছেন।

দক্ষিণ লেবাননে বাড়ি-ফেরার বিষয়ে লোকজনকে সতর্ক করেছে ইসরায়েললেবাননে লোকজনকে বাড়ি-ফেরার বিষয়ে ফের সতর্ক করেছে ইসরায়েলি বাহিনী। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনীর হামলার কারণে লেবাননের দক্ষিণাঞ্চলে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে সেখানকার বাসিন্দারা।

কেএএ/এমএস