ওয়ানডেতে ১৮ ম্যাচে (০, ১৩, ব্যাট করেননি, ১৬, ৫, ৫, ১, ১৬, ৫১, ১২, ১৫, ০, ৯, ৩৬, ৮৪, ৩, ২২, ১৯) হাফ সেঞ্চুরি মাত্র ২টি। তবে দুটি ফিফটিই শেষ ১৩ মাসে। যার প্রথমটি গত বছর অক্টোবরে পুনেতে ভারতের সাথে (৪৩ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৫১)। আর পরেরটি এ বছর ২৪ মার্চ ঘরের মাঠে চট্টগ্রামে; (৮১ বলে ৯ বাউন্ডারি ৪ ছক্কায় ৮৪)।
Advertisement
স্ট্রাইকরেট (৯৭.৪৬) ও চার-ছক্কা হাঁকানোই বলে দিচ্ছে, তানজিদ তামিম আক্রমণাত্মক উইলোবাজি করতে পছন্দ করেন। মেরে খেলেন। হাতে শটস আছে; কিন্তু প্রায় সবার মত, প্রয়োজনের চেয়ে অনেক বেশি মেরে খেলার চেষ্টা করেন তামিম।
বেশির ভাগ বলে বিগ শট নেবার চেষ্টা করেন। অযথা ঝুঁকি নিয়ে একটু বেশিই আক্রমণাত্মক মেজাজে খেলতে চান। যে কারণে তার বড় ইনিংস খুব কম। বাকি ইনিংসগুলোর আউটের ধরনও চোখে লাগার মত। এক কথায় ‘দৃষ্টিকটু’। অনেক বেীশ তাড়াহুড়ো করে খেলার প্রবণতার কারণেই তাই পরিসংখ্যান বেশ দূর্বল; জীর্ণ। ১৮ ম্যাচে ১৭ বার ব্যাট করে রান মোটে ৩১৫।
নিজের ব্যাটিংয়ে করা ভুলগুলো শুধরে নিতে পারলে সিনিয়র তামিমের মত এক নম্বর, অতি কার্যকর ও নির্ভরযোগ্য ওপেনার হতে না পারলেও তানজিদ তামিমের মাঝেও আছে একজন ভাল ওপেনার হবার সম্ভাবনা।
Advertisement
তানজিদ তামিম ভক্তদের জন্য সুখবর, বগুড়ার এ ২৪ বছর বয়সী বাঁ-হাতি ওপেনার নিজেই নিজের ভুল-ত্রুটি খুঁজে বের করেছেন। তার ঘাটতি ও কমতির জায়গাগুলো হলো সেট হয়ে বেশি মারতে গিয়ে অকাতরে উইকেট বিসর্জন দিয়ে সাজঘরে ফিরে আসা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে সুযোগ পাওয়ার পর আজ সোমবার শেরে বাংলা প্রচার মাধ্যমের সাথে আলাপে তানজিদ তামিমের ব্যাখ্যা, আসলে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, আমার আরেকটু দায়িত্ববোধ বাড়াতে হবে। কারণ, বেশির ভাগ ইনিংস আমি ভালো শুরু করেছি; কিন্তু সেখান থেকে ক্যারি করতে পারি নাই। এখন থেকে আমার চেষ্টা থাকবে, আমি যদি ইনিংসে ভালো শুরু করি, সেখান থেকে দায়িত্ববোধ নিয়ে কীভাবে ইনিংসটা বড় করা যায়। তার ব্যাক অব দ্যা মাইন্ডে অন্য চিন্তা চলে আসে। তা স্বীকার করে তানজিদ তামিম বলেন, একটা জিনিস আমি মনে করি এটা আসলে একটা মানসিক ব্যাপার।’
তার মনে হয়, আসল ব্যাপার হলো দুটি, এক ভাল গেমপ্ল্যান নিয়ে নামা ও শুরু ভাল হলে ইনিংসটাকে যতটা সম্ভব বড় করা। আমি যদি ভালো গেম প্ল্যান নিয়ে নামতে পারি এবং ভালো শুরু করার পর যদি ইনিংসটা ক্যারি করতে পারি। আশা করি যে, এখান থেকে আরও ভালো হওয়া সম্ভব।
স্কিলে ঘাটতিই কি তার ভাল খেলতে না পারার প্রধান কারণ? তানজিম তামিমের তা মনে হয় না। তার অনুভব, স্কিলের পাশাপাশি মেন্টালি স্ট্রং থাকা, মানসিক স্থিরতা খুব দরকার। নিজের ছোট ক্যারিয়ারের মূল্যায়ন করতে গিয়ে তামিম বলেন, ‘আসলে দেখেন আমি যেসব শট খেলে আউট হয়েছি। আমার কাছে মনে হয় মেন্টাল জিনিসটাই বেশি মেটার করে এখানে। আমার মতে স্কিলের অনেক দিকেই ঘাটতি থাকতে পারে। সে জিনিসটা তো আমরা নিয়মিত কাজ করেই যাচ্ছি। এই দুইটার কম্বিনেশন যদি ভালো হয় তাহলে ইনিংসটা বড় হওয়া সম্ভব।’
Advertisement
এআরবি/আইএইচএস