জাতীয়

গলায় রশি পেঁচিয়ে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই

রাজধানীর সবুজবাগের গ্রিন মডেল টাউন এলাকা থেকে বিধান মণ্ডল (১৯) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

সোমবার (২ ডিসেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সবুজবাগ থানার পুলিশে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

Advertisement

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তিনি বলেন, রোববার বিকেলে ডেমরার কায়েতপাড়ার বাসা থেকে বিধান মণ্ডল অটোরিকশা নিয়ে বের হন বলে তার স্বজনরা জানিয়েছেন। এরপর আর ফেরেননি। আজ সকালে আমরা খবর পেয়ে গ্রিন মডেল টাউনের ই-ব্লকের ১২ নম্বর সড়ক থেকে গলায় রশি প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। তার মাথার পেছনে ভারী বস্তুর আঘাত ছিল।

ইয়াসিন আলী বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার অটোরিকশাটি নিয়ে যায়। এ ঘটনায় সবুজবাগ থানায় মামলা করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

কাজী আল-আমিন/বিএ

Advertisement