দেশজুড়ে

নোয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

নোয়াখালীর কবিরহাটে লোকালয়ে গড়ে ওঠা লাইসেন্সবিহীন একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। এসময় বারবার সতর্ক করার পরও নির্দেশ অমান্য করায় ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

Advertisement

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ভূঁইয়ারহাট 'একতা ব্রিকস' নামে ওই ভাটায় অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ইটভাটা নির্মাণ করায় ২০১৭ সালে এ ইটভাটার আবেদন না মঞ্জুর করা হয়। কিন্তু পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স না নিয়ে অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনা করে আসছিল প্রতিষ্ঠানটি। এদিকে পূর্বের আদেশ অমান্য করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার জাগো নিউজকে বলেন, অবৈধ ওই ইটভাটায় আইন লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সেটি ভেঙে দেওয়া হয়েছে। এ ধরনের সব ভাটা বন্ধ করে দেওয়া হবে।

Advertisement

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা বলেন, ইটভাটার মালিকের বিরুদ্ধে অনুমোদনহীন অবৈধ ভাটা পরিচালনার অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। পরে সত্যতা পেয়ে সেটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশের ক্ষতি করে এমন কার্যক্রম করতে দেওয়া হবে না।

অভিযানে নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার, সহকারী পরিচালক নুর হাসান সজীবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এমএস

Advertisement