জাতীয়

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানী মুগদার সরদার বাড়ি এলাকার একটি বাসায় নাদিরা আক্তার ইভা (৩৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

সোমবার (২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মুগদা থানা উপ-পরিদর্শক (এসআই) সৈয়দা আফসানা আফরোজ জানান, মুগদার সরদার বাড়ি এলাকার একটি বাসা থেকে দরজা ভেঙে নাদিরা নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, স্থানীয়দের কাছে জানতে পারি নিহতের স্বামী আবু সালেহ্ একজন কম্বোডিয়া প্রবাসী। গতকাল রাত ১০টার দিকে নিজ রুমে সিলিংফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। কী কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তা জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Advertisement

তিনি আরও জানান, নিহতের বাড়ি বগুড়া জেলায়। ১২ বছরের সন্তানকে নিয়ে পঞ্চম তলায় ভাড়া থাকতেন। স্বামী আবু সালেহ্ একজন কম্বোডিয়া প্রবাসী।

কাজী আল-আমিন/এমআরএম/এমএস