বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজের সাবেক সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ বলেছেন, সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও সার্বিক কল্যাণে বহুমুখী পদক্ষেপ নিচ্ছে কল্যাণ ট্রাস্ট। বিপন্ন অসহায় সাংবাদিক ও তাদের পরিবারের পাশে থাকবে ট্রাস্ট। স্বচ্ছতা ও নিরপেক্ষতার প্রশ্নে কোনো আপস করা হবে না।
Advertisement
সোমবার (২ ডিসেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনে কক্ষে ময়মনসিংহ বিভাগের চার জেলার সাংবাদিকদের মধ্যে ট্রাস্টের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বিশেষ করে তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম নানামুখী পদক্ষেপ নিয়েছেন উল্লেখ করে মুহাম্মদ আবদুল্লাহ বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এরইমধ্যে বহুমুখী কল্যাণ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নতুন কর্মপরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। অসচ্ছল প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনার কাজ চলছে। এ বিষয়ে নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে ট্রাস্ট।
তিনি আরও বলেন, পেশাদার সাংবাদিকদের একটি ডাটা ব্যাংক গড়ে তোলার কথা ভাবা হচ্ছে। এতে নতুন নতুন কল্যাণ পরিকল্পনা বাস্তবায়ন সহজতর হবে।
Advertisement
স্বাধীন সাংবাদিকতায় এখন আর কোনো অন্তরায় সৃষ্টি করা হচ্ছে না বলেও জানান বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক।
তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসরকারি টেলিভিশনে বিটিভির সংবাদ প্রচারের যে বাধ্যবাধকতা ছিল তাও তুলে নেওয়া হয়েছে। টিভি টকশোতে কে থাকবেন আর কে থাকবেন না, তা এখন আর নির্ধারণ করে দেওয়া হয় না।
মুহাম্মদ আবদুল্লাহ বলেন, ফ্যাসিবাদের তল্পিবহন করে যারা সাংবাদিকতাকে কলুষিত করেছেন, সাংবাদিক সমাজকে জনসাধারণের কাছে হেয় করেছেন, তাদের অবশ্যই জবাবদিহির মুখোমুখি হতে হবে।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জেলা সভাপতি ও জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ৩৫০ জন সাংবাদিককে সহায়তা দেওয়া হয়।
Advertisement
এসআর/এমএস