শিক্ষা

মুজিবনগর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক শেখ বখতিয়ার

মেহেরপুরের মুজিবনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন ড. শেখ বখতিয়ার উদ্দিন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক। আগামী চার বছরের জন্য প্রেষণে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

Advertisement

সোমবার (২ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন উপসচিব মো. শাহীনুর ইসলাম।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মুজিবনগর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দিনকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো। যোগদানের তারিখ থেকে আগামী চার বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট সুবিধা ভোগ করবেন। তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

Advertisement

এএএইচ/এমআরএম/জিকেএস