যুক্তরাষ্ট্র ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র ফেরত দেওয়ার কোনো পরিকল্পনা করছে না বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। রোববার (১ ডিসেম্বর) এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
Advertisement
সুলিভান বলেন, আমরা এমন কিছু বিবেচনা করছি না। আমরা যা করছি তা হলো- ইউক্রেনকে প্রচুর প্রচলিত অস্ত্র সরবরাহ করা, যাতে তারা নিজেদের কার্যকরভাবে রক্ষা করতে পারে এবং রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারে। তবে তাদের পারমাণবিক ক্ষমতা দেওয়া হচ্ছে না।
আরও পড়ুন>>
ইউক্রেনের বিদ্যুৎ খাতে রাশিয়ার ভয়াবহ হামলা, অন্ধকারে ১০ লাখ মানুষ ইউক্রেন নিয়ন্ত্রিত এলাকা ন্যাটোর আওতায় আসলেই যুদ্ধ শেষ হবে: জেলেনস্কি রুশ বন্দিশিবিরে যৌন নির্যাতনের শিকার ইউক্রেনীয় পুরুষেরা: জাতিসংঘসম্প্রতি নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, কিছু অজ্ঞাত পশ্চিমা কর্মকর্তা ধারণা করছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার মেয়াদের শেষ দিকে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে পারেন। তবে এমন খবরকে সরাসরি নাকচ করে দিয়েছেন জেক সুলিভান।
Advertisement
এদিকে, রাশিয়া এই ধারণাকে ‘সম্পূর্ণ উন্মত্ততা’ বলে উল্লেখ করেছে। মস্কো বলেছে, এমন একটি পরিস্থিতি প্রতিরোধ করাই ইউক্রেনে তাদের সামরিক অভিযানের অন্যতম কারণ।
উল্লেখ্য, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর উত্তরাধিকারসূত্রে প্রচুর পারমাণবিক অস্ত্র পেয়েছিল ইউক্রেন। তবে ১৯৯৪ সালে বুদাপেস্ট মেমোরান্ডামের অধীনে রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের নিরাপত্তা নিশ্চয়তার বিনিময়ে দেশটি এসব অস্ত্র ত্যাগ করে।
সূত্র: রয়টার্সকেএএ/
Advertisement