রাজধানীর মুগদা খালপাড় এলাকার একটি বাসা থেকে মোছা. রুমা আক্তার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
সোমবার (২ ডিসেম্বর) দুপুরের দিকে বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দা আফসানা আফরোজ জানান, খবর পেয়ে মুগদা এলাকার একটি বাসার দরজা ভেঙে রুমা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরেছি, রুমা আক্তার ৮ থেকে ৯ মাস আগে ভালোবেসে শরীফ নামের এক যুবককে বিয়ে করেন। শরীফ দিনমজুরের কাজ করেন। ঘটনার পর থেকে তার স্বামী শরীফের খোঁজ পাওয়া যাচ্ছে না। বাসা থেকে শরীফের একটি ভাঙা মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Advertisement
তিনি জানান, নিহত রুমা আক্তারের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায়। তার বাবার নাম আব্দুল আজিজ। বর্তমানে মুগদা খালপাড় এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
কাজী আল-আমিন/এসআইটি/এমএস