দেশজুড়ে

খাগড়াছড়িতে নাগরিক পরিষদ-জেএসএসের পাল্টাপাল্টি কর্মসূচি

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি লারমা গ্রুপ পাল্টা-পাল্টি কর্মসূচি পালন করেছে।

Advertisement

পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে সংবিধান বিরোধী ও বৈষম্যমূলক দাবি করে চুক্তির পুনরায় মূল্যায়ন, পাহাড়ে শান্তি স্থাপনে ব্যর্থতার অভিযোগে আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমাকে অপসারণ, পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য প্রত্যাহার করা নিরাপত্তা বাহিনীর সব ক্যাম্প পুনরায় স্থাপনের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

সোমবার (২ ডিসেম্বর) সকালে শহরের এফএনএফ রেস্টুরেন্টে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব দাবি জানান পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি মুহাম্মদ লোকমান হোসাইন।

Advertisement

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম, খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. আসাদ উল্লাহ ও ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি মো. সুমন মিয়া প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, চুক্তির শর্ত অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম থেকে ২৩৮টি নিরাপত্তা বাহিনীর ক্যাম্প প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পার্বত্য জেলা পরিষদগুলোকে ৩০ বিভাগ হস্তান্তর করা হয়েছে। পক্ষান্তরে চুক্তির পর পাহাড়ে একাধিক সশস্ত্র গ্রুপের জন্ম হয়েছে। চলছে অস্ত্রের মহড়া। বছরে পাহাড়ে ৫ শত কোটি টাকার বেশি চাঁদাবাজি হচ্ছে।

অপরদিকে পার্বত্য শান্তি চুক্তির ২৭ বছর পূর্তি উপলক্ষ্যে সকালের দিকে খাগড়াছড়ি শহরের মারমা উন্নয়ন সংসদের গণসমাবেশের আয়োজন করে চুক্তি স্বাক্ষরকারী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস।

সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি সুভাষ কান্তি চাকমা, সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা ও ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিটন চাকমা।

Advertisement

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ টানা সাড়ে ১৫ বছরসহ ২০ বছরের অধিক সময় ক্ষমতায় থাকলেও চুক্তি বাস্তবায়ন না করে উলটো চুক্তির শর্ত লঙ্ঘন করেছে।

মুজিবুর রহমান ভুইয়া/আরএইচ/জিকেএস