জাতীয়

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘন, ১৪৮৭ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক হাজার ৪৮৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

Advertisement

এছাড়াও অভিযানকালে ৫১টি গাড়ি ডাম্পিং ও ৪৫টি গাড়ি রেকার করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, ডিএমপির ট্রাফিক বিভাগ রোববার অভিযান পরিচালনা করে এক হাজার ৪৮৭টি মামলা, ৫১টি গাড়ি ডাম্পিং ও ৪৫টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিসি তালেবুর রহমান।

টিটি/এমআরএম

Advertisement