ডেভেলপমেন্ট জার্নালিজম অ্যাওয়ার্ড পেয়েছেন জাগো নিউজের মালয়েশিয়া প্রতিবেদক আহমাদুল কবির। শনিবার (৩০ নভেম্বর) রাজধানী কুয়ালালামপুরের জি টাওয়ারের বলরুমে অতিথিরা তার হাতে পুরস্কার তুলে দেন।
Advertisement
মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ফার্স্ট অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস-২০২৪ অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।সাংবাদিক আহমাদুল কবির বাংলা প্রেসক্লাব মালয়েশিয়ার প্রেসিডেন্ট ও জালালাবাদ অ্যাসোসিয়েশন মালয়েশিয়ার সাধারণ সম্পাদক। তিনি মালয়েশিয়ায় সাংবাদিকতা পেশায় বেশ পরিচিতি লাভ করেছেন।
অনুষ্ঠানে জার্নালিজম ক্যাটাগরিতে, মালয়েশিয়ায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত আরও সাতজন সাংবাদিক পেয়েছেন অ্যাওয়ার্ড। তারা হলেন, জার্নালিজম ক্যাটাগরিতে যেসব সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়েছে তারা হলেন- সময় টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আবদুল কাদের, এনটিভির মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান, বাংলাদেশ প্রতিদিনের মালয়েশিয়া প্রতিনিধি জহিরুল ইসলাম হিরণ, বিডি নিউজের মালয়েশিয়া প্রতিনিধি রফিক আহমেদ খান, দৈনিক নয়া দিগন্ত এবং মাই টিভির প্রতিনিধি আশরাফুল মামুন, দৈনিক মানবজমিনের মালয়েশিয়া প্রতিনিধি আরিফুল ইসলাম ও ডিবিসির মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী।
ভয়েস এশিয়ান আয়োজিত অনুষ্ঠানে ফার্স্ট অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বসবাসরত বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটির প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়ার, গবেষক, প্রবাসী, ব্যবসায়ী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও চাকরিজীবীসহ বিশিষ্টজন।
Advertisement
মালয়েশিয়া প্রবাসী যেসব বাঙালি নিজ নিজ অঙ্গনে একেকজন সফলকাম উজ্জ্বল নক্ষত্র তাদের হাতেই তুলে দেওয়া হয়, মালয়েশিয়া অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস এর সম্মাননা ক্রেস্ট।
ওমেন এন্টারপ্রেনার অব দ্য ইয়ার, অ্যাগ্রিকালচার, বেস্ট ল্যাপটপ আউটলেট, এডুকেশন, এক্সিলেন্স, বেস্ট মেইন কন্ডাক্টর, গার্মেন্টস, রেস্টুরেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, রিটেইল অ্যান্ড হোলসেল, কার ওয়াশ, ইয়াং এন্টারপ্রেনার, হোম অ্যাপ্লায়েন্স, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, কন্সট্রাকশন এক্সিলেন্স, ফরেন ইউনিভার্সিটি অ্যাডমিশন, সার্ভিস এক্সিলেন্স, গ্রোসারি শপ, বেস্ট ডিস্ট্রিবিউশন, ওমেন ইন্সপাইরেশন ক্যাটাগরিতে ২৫ জন প্রবাসী ও প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। সম্মাননা প্রদান করা হয় স্পেশাল ক্যাটাগরিতে সাতজন প্রবাসীকে।
মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (এমবিএফএ), কোডরেন্ট, জালালাবাদ অ্যাসোসিয়েশন মালয়েশিয়া, বাংলাদেশ স্টুডেন্টস কমিউনিটি অব মালয়েশিয়া (বিএসসিএম), বাংলাদেশ ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়াকে (বিওয়াইসিএম) অ্যাসোসিয়েশন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়।
শিক্ষার্থী প্রিয়ার প্রাণবন্ত সঞ্চালনায় ফার্স্ট মালয়েশিয়া অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস নাইট হয়ে উঠেছিলো আরও জীবন্ত ও উচ্ছল। অনুষ্ঠানে উপস্থিত সব অতিথি ভয়েস এশিয়ানের এই আয়োজনকে একটি মাইলফলক হিসেবে বিবেচনায় রেখে বলেন আগামী বছরেও আরও ঝাকঝমকভাবে পাখা মেলবে মালয়েশিয়ায় অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস।
Advertisement
এমআরএম/এমএস