আন্তর্জাতিক

গাজায় যুদ্ধাপরাধ করছে ইসরায়েল: সাবেক ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ এবং জাতিগত নিধনের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত যে অভিযোগ এনেছেন মোশে ইয়ালনও তাদের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছেন। খবর আল জাজিরার।

Advertisement

ইসরায়েলের সাবেক চিফ অব স্টাফ ইয়ালন ইসরায়েলি মিডিয়াকে বলেছেন যে, নেতানিয়াহুর অতি-ডানপন্থী মন্ত্রিসভার কট্টরপন্থীরা উত্তর গাজা থেকে ফিলিস্তিনিদের তাড়ানোর চেষ্টা করছে এবং সেখানে ইহুদি বসতি পুনঃপ্রতিষ্ঠা করতে চাচ্ছে।

রাষ্ট্রীয় প্রচারমাধ্যম কানকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, সেখানে কী ঘটছে সে সম্পর্কে আমি সতর্ক করতে বাধ্য হয়েছি এবং আমাদের কাছ থেকে গোপন করা হচ্ছে। তিনি বলেন, সেখানে যুদ্ধাপরাধ সংঘটিত হচ্ছে।

বেসরকারী ডেমোক্র্যাট টিভি চ্যানেলের কাছে দেওয়া এক সাক্ষাত্কারে ইয়ালন বলেন, আমাদের যে পথে নিয়ে যাওয়া হচ্ছে তা হলো অবৈধ দখল, সংযুক্তি এবং জাতিগত নির্মূল।

Advertisement

জাতিগত নিধনের বিষয়টিকে মূল্যায়ণ করার বিষয়ে তিনি জোর দিয়ে বলেন, সেখানে কী ঘটছে? সেখানে আর বেইত লাহিয়া নেই, আর বেইত হানুন নেই, সেনাবাহিনী জাবালিয়ায় হস্তক্ষেপ করছে এবং বাস্তবে আরবদের কাছ থেকে তাদের ভূমি দখল করা হচ্ছে।

মোশে ইয়ালন ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত নেতানিয়াহুর অধীনে প্রতিরক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং তখন থেকেই তিনি প্রধানমন্ত্রীর তীব্র সমালোচক ছিলেন।

আরও পড়ুন: ইসরায়েলকে আরও ৬৮ কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতির বিষয়ে প্রস্তুত হামাস

গত মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং গাজায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

টিটিএন

Advertisement