তথ্যপ্রযুক্তি

ফোন বারবার হ্যাং হলে যা করবেন

সারাক্ষণ স্মার্টফোন ব্যবহার করছেন। কারো সঙ্গে যোগাযোগ করা, শপিং করে বিল মেটানো থেকে শুরু করে বাস-ট্রেনের টিকিট কাটা, সিনেমা দেখা সবই সম্ভব এক স্মার্টফোনে। তাই তো বলা যায়, সঙ্গে স্মার্টফোন থাকলে আর কিছুই লাগে না।

Advertisement

তবে স্মার্টফোন ব্যবহারে সবচেয়ে বড় সমস্যা হ্যাং হওয়া। নানান কারণে ফোন হ্যাং হতে পারে। জরুরি প্রয়োজনের সময়ে ফোন কাজ করা বন্ধ করে দিলে, খুব সমস্যা। তবে সহজেই ফোন হ্যাং হওয়ার সমস্যা সমাধান করতে পারবেন। জেনে নিন উপায়-

>> প্রথমেই আপনার ফোনের স্টোরেজ খালি করুন। ক্যাশ ক্লিয়ার করুন। এতে খুব সহজেই ফোনের হ্যাং হওয়ার সমস্যা সমাধান করতে পারবেন।

>> অপ্রয়োজনীয় অ্যাপগুলো ফোন থেকে মুছে ফেলুন। অ্যান্ড্রয়েড ফোনের যে সব অ্যাপ কম ব্যবহার করেন বা ব্যবহার করেন না সেগুলো আনইনস্টল করে দিন। মোবাইলের স্টোরেজ খালি থাকলে ফোন হ্যাং কম হবে।

Advertisement

আরও পড়ুনএক চার্জে এই ব্যাটারি চলবে ৫০ বছর

>> একাধিক অ্যাপ একসঙ্গে খুলে রাখবেন না। অনেক সময়ে কাজের প্রয়োজনে একটি অ্যাপ ব্যবহারের সময়ে পেছনেও একাধিক অ্যাপ খুলে রেখে দেন অনেকে। এই কাজ যত কম করা যায় ততই ভালো। অনেক সময় পরে সেই সব অ্যাপ বন্ধ করতেও ভুলে যান। তাতে ফোন বেশি হ্যাং করে।

>> ফোনের ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ একসঙ্গে চলে। এর কারণেও ফোন অনেক সময়ে হ্যাং হয়ে যায়। তাই কাজ হয়ে গেলে ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপগুলোকে বন্ধ করতে ভুলবেন না। অ্যাপ বন্ধ করার পরে ট্যাবগুলো ক্লিয়ার করে দেবেন। এতে ফোন ভালো চলবে।

>> স্মার্টফোনের ফাইল ম্যানেজারের মেমরি থেকে কাজ হয়ে গেলে অপ্রয়োজনীয় জিনিস মুছে ফেলুন। অনেক সময় অনেক অপ্রয়োজনীয় ছবি-ভিডিও ফোনে থেকে যায়, আর সে সব জমেই ফোন হ্যাং করে।

>> ফোনে ম্যালওয়্যার থাকলেও হ্যাং হতে পারে। খেয়াল করুন ফোন হ্যাক হয়েছে কি না। হ্যাকার আপনার ফোনে কাজ করছে সেসময় আপনিও ব্যবহার করছেন। ফলে হ্যাং হতে পারে ফোন।

Advertisement

আরও পড়ুনপুরোনো গ্যাজেট বিক্রির আগে যা করা জরুরিফোনে ইন্টারনেট স্পিড বাড়াবেন যেভাবে

সূত্র: ইন্ডিয়া টাইমস

কেএসকে/জেআইএম