জাতীয়

সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির মোবাইল-মানিব্যাগ নিয়ে সটকে পড়লো চোর

রাস্তায় ফেলে যাওয়া টাকা বা হারানো মূল্যবান সামগ্রী থানায় জমা দিয়ে বিভিন্ন সময় অনেকে আলোচনায় এসেছেন। গণমাধ্যমে তাদের নিয়ে খবরও প্রকাশিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা। টাকা বা মূল্যবান জিনিস ফেরত দেওয়ার এমন অনেক মহৎ দৃষ্টান্ত থাকলেও এবার রাজধানীর বসিলায় ঘটেছে ঠিক উল্টো ঘটনা।

Advertisement

বসিলায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হওয়ার পর তার পকেট থেকে মোবাইল ও মানিব্যাগ চুরির ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরই তার পকেট থেকে মানিব্যাগ নিয়ে সটকে পড়েন চোর। এতে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানতে বেগ পোহাতে হয় পুলিশকে।

সোমবার (২ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে মোহাম্মদপুরের বসিলা এলাকা সড়কে বাস ও পিকআপের ধাক্কায় নিহত হন ৩০ বছর বয়সী এক যুবক।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে ওই যুবক তিন রাস্তার মোড় থেকে বসিলার দিকে যাচ্ছিলেন। অন্যদিকে বসিলা থেকে রমজান পরিবহনের একটি বাস আসছিল। রমজান বাস ও একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে বাইকটি সামনে থাকা একটি রিকশাকে ধাক্কা দেয়। এ সময় বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী।

Advertisement

আরও পড়ুন>>>

১৮ লাখ টাকা কুড়িয়ে পেয়ে থানায় জমা দিলো শিক্ষার্থীরা

দুর্ঘটনায় হেলমেট ভেঙে মাথায় ঢুকে তার প্রচুর রক্তক্ষরণ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মোহাম্মদপুর থানা পুলিশ। তারা নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য পকেটে কোনো পরিচয়পত্র আছে কি-না তা দেখার চেষ্টা করে। পরে দেখা যায় তার পকেটে মোবাইল-মানিব্যাগ নেই। দুর্ঘটনার পর চোর তার মোবাইল ও মানিব্যাগ নিয়ে সড়কে পড়ায় নিহতের পরিচয় শনাক্ত করতে দেরি হয় পুলিশের।

ঘটনাস্থলে থাকা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জাগো নিউজকে বলেন, একজন নিহত ব্যক্তির পকেটে থেকে মোবাইল-মানিব্যাগ নিয়ে সটকে পড়ে চোর। পরে তার একটি আইডি কার্ড পাওয়া যায়। নিহত ব্যক্তির নাম রাকিবুল ইসলাম। আইডি কার্ডের সূত্র ধরে নিহতের স্ত্রীকে জানানো হয়। তার স্ত্রীও ঘটনাস্থলে এসেছেন।

 

টিটি/এসআইটি

Advertisement