বরিশাল নগরীর দপদপিয়া এলাকা থেকে ২ ট্রাক গলদা চিংড়ি রেনুসহ ১৬ জনকে আটক করেছে নৌ পুলিশের সদস্যরা। বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়।আটক সবার বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা এলাকায় বলে জানিয়েছে নৌ পুলিশ।বরিশাল নৌ বন্দর পুলিশ ফাড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম জানান, পটুয়াখালী জেলার গলাচিপা এলাকা থেকে বাগেরহাটে ২টি ট্রাকে করে গলদা চিংড়ির রেনু নিয়ে যাওয়া হচ্ছে। এমন গোপন সংবাদ পেয়ে নৌ পুলিশ সদস্যরা দপদপিয়া এলাকায় ২টি ট্রাকের গতি রোধ করে। এসময় ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৭টি ড্রাম ও ২৫টি পাতিল ভর্তি ১৫ লাখ গলদা চিংড়ির রেনু উদ্ধার করা হয় এবং ঘটনার সঙ্গে জড়িত থাকায় ১৬ জনকে আটক করা হয়।মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল দাস বলেন, বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধার করা চিংড়ি রেনু কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে। আটকদের বিচারের জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেটের কাছে নেয়া হচ্ছে।সাইফ আমীন/এফএ/পিআর
Advertisement