অর্থনীতি

মিডল্যান্ড ব্যাংকের নবাবপুর উপ শাখা ও এসএমই সেন্টারের উদ্বোধন

পুরান ঢাকার নবাবপুরের হাজী ওসমান গনী রোডের মাজেদ সরদার টাওয়ার-১ এ মিডল্যান্ড ব্যাংকের একটি উপ শাখা এবং এসএমই সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

Advertisement

রোববার (১ ডিসেম্বর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান এ উপ শাখা ও এসএমই সেন্টারের উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়ার নির্বাহী কর্মকর্তা এবং ব্যবসায়ীরা।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ইনিস্টিটিউশনাল ব্যাংকিং, রিটেল ডিসট্রিবিশন, এসএমই, জেনারেল সার্ভিস বিভাগের প্রধান, নবাবপুর উপ শাখার এরিয়া হেড, ক্লাস্টার হেড এবং উপ শাখার ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন গ্রাহক ও এলাকার বিশিষ্ট ব্যবসায়ীরা।

অনুষ্ঠানের শুরুতে ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যানের জন্য মহান আল্লাহতালার নিকট দোয়া কামনা করা হয়।

Advertisement

এসআইটি/জেআইএম