ভ্রমণ

বছর শেষে ঘুরে আসুন ভুটানের ৫ স্থানে

ভুটানের সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর হাজারও পর্যটক সেখানে ভিড় জমায়। ভুটান ভারতীয় উপমহাদেশে হিমালয় পর্বতমালার পূর্বাংশে অবস্থিত। সাড়ে ৪৬ হাজার বর্গকিলোমিটার আয়তনবিশিষ্ট দক্ষিণ এশিয়ার বৌদ্ধ রাজ্য হলো ভুটান।

Advertisement

বিভিন্ন ধরনের মঠ, দুর্গ (বা জজং) ও নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সুপরিচিত দেশটি। ভুটান শব্দটি এসেছে সংস্কৃত শব্দ ‘ভূ-উত্থান’ থেকে যার অর্থ ‘উঁচু ভূমি’। ভুটান এখনও বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশগুলোর একটি। ভুটানের ঐতিহ্যবাহী নাম হলো ‘দ্রুক ইউল’ যার অর্থ হলো স্বর্গের ড্রাগন। ভুটানের জাতীয় প্রতীক হলো ড্রাগন।

ভুটানের প্রাকৃতিক সৌন্দর্য নিত্য পর্যটকদের টানে। তবে তার পাশাপাশি উল্লেখ করতে হয় দেশটির সংস্কৃতির কথা। আয়তনে ছোট দেশ হলেও সংস্কৃতির নিরিখে বেশ সমৃদ্ধ ভুটান। তাই বছরের এই শেষ সময়ে ঢুঁ মেরে আসতে পারেন ভুটানের জনপ্রিয় ৫ স্থানে-

পারো

ভুটানের ঐতিহ্যবাহী ও পবিত্র শহর পারো। এই শহর দিয়ে বয়ে গেছে চু এবং ওয়াং চু নদী। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা শহরটি সংস্কৃতিতেও সমৃদ্ধ। বিখ্যাত তাকসাং মনাস্ট্রি বা টাইগার নেস্ট আছে এই পারো শহরেই।

Advertisement

পারো ভ্রমণে দেখে আসতে পারেন- টাইগার নেস্ট, রিংপুং জং, কাইচু লাখাং, জাংসারবু লাখাং, হা ভ্যালি, চেলেলা পাস, কিলা গোয়েম্বা, ড্রাক চোডিং, দুংসে, তা জং ইত্যাদি।

আরও পড়ুন রং-বেরঙের রহস্যময় যত পাহাড়  সাইকেলে চড়ে এভারেস্টে তাম্মাত  থিম্পু

ভুটান ভ্রমণ শুরু করতে পারেন রায়ডাক নদীর তীরে অবস্থিত রাজধানী থিম্পু থেকে। চারদিকে শুধু পাহাড় আর সবুজের ছড়াছড়ি। রাজধানীতেই আছে রাজারবাড়ি।

এছাড়া দেখে নিন বুদ্ধ পয়েন্ট, তাশিচো জং, মেমোরিয়াল করটেন, সেন্টেনারি ফারমার মার্কেট, জাতীয় গ্রন্থাগার, দ্য ফোক হেরিটেজ মিউজিয়াম, চাংগাংখা লাখান, দেচেন ফোদ্রাং, ডোচুলা, তাকিন প্রিসার্ভ, জাংটো পেরলি লাখাং।

গোম্ফু কোরা

ভুটানের অপূর্ব সুন্দর এক অভয়ারণ্য হলো গোম্ফু কোরা। এটি এক সময় ছিল বৌদ্ধ গুরু রিনপোচের ধ্যানের স্থান। নিজের পার্থীব দেহ গুহার উপর রেখে দিয়ে সূক্ষ্ম দেহে ধ্যান করতেন তিনি।

Advertisement

সবুজে মোড়া বিস্তীর্ণ এই এলাকায় আছে একটি কালো রঙের বিশালাকার পাথর। কথিত আছে, এই পাথরেরই কাছে অবস্থিত একটি ছোটো গুহায় গুরু রুনপোচে ধ্যান করতেন।

পুনাখা জং

পুনাখা জং ভুটানের প্রাক্তন রাজধানী। উপত্যকার মাঝ দিয়ে বয়ে গেছে ফো চু ও মো চু নদী। এলাকায় বৌদ্ধ সংস্কৃতির প্রভাব প্রধান। পুনাখা জং, চিমি লাখাং, জিগমে দোরজি জাতীয় উদ্যান, রিশতা গ্রাম এখানকার প্রধান আকর্ষণ।

দ্রামেতসে গোয়েম্বা

পূর্ব ভুটানের সবচেয়ে উল্লখযোগ্য বৌদ্ধ মঠ হলো দ্রামেতসে গোয়েম্বা। এই মঠে প্রায় একশো বৌদ্ধ সন্ন্যাসী বাস করেন। সেখানকার ‘না চাম’ বাজনা বাজিয়ে নাচের খ্যাতি বিশ্বজুড়ে। এই নাচ ইউনেস্কোর সেরা সাংস্কৃতিক বিভাগে স্থান পেয়েছে।

জেএমএস/জিকেএস