আইন-আদালত

ব্যবসায়ীর চোখ উপড়ে হত্যাচেষ্টা: ৫ জনের যাবজ্জীবন

রাজধানীর ডেমরায় রাজীবুল আলম নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে দুই চোখ উপড়ে ফেলার ঘটনায় দায়ের করা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

Advertisement

রোববার (১ ডিসেম্বর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি প্রত্যেকের ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও তিন মাসের কারাভোগ করতে হবে।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- বিজয় অরফে শামীম আহম্মেদ, দ্বীন ইসলাম, মো. ইকবাল, নাছু অরফে নাসির উদ্দিন ও রাজিব অরফে মোটা রাজিব।

মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে বেকসুর খালাস দেন আদালত। খালাসপ্রাপ্তরা হলেন- রিপন, রাশেদ, তপন ও রাসেল অরফে রোসেল অরফে মমিতুর রহমান।

Advertisement

এদিকে আসামি রাশেদ, রিপন ও ইকবাল আদালতে রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন না। মামলায় জামিনে থাকা অন্য আসামিরাও অনুপস্থিত ছিলেন। এ মামলার প্রধান আসামি রুবেল ২০১০ সালের ১৬ মার্চ ক্রাসফায়ারে নিহত হন।

মামলার অভিযোগে বলা হয়, ২০০৮ সালের ২৭ নভেম্বর রাত পৌনে ৯টার দিকে ডেমরায় বোর্ড মিল এলাকা থেকে রিকশাযোগে বাসার উদ্দেশ্য রওনা হন রাজীবুল আলম। পথে আসামিরা রিকশা আটকে তাকে একটি ফাঁকা প্লটে নিয়ে যায়। এরপর তার হাত-পা বেঁধে ইট দিয়ে মাথায় আঘাত করে, ধারালো অস্ত্র দিয়ে দুই চোখ উপড়ে ফেলে। পরদিন রাজীবুলের বাবা শাহ আলম বাদী হয়ে ডেমরা থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে ২০০৯ সালের ২৬ সেপ্টেম্বর ডেমরা থানার পুলিশ পরিদর্শক মীর আতাহার আলী ১০ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। ২০১১ সালের ১২ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটি বিচার চলাকালীন ২৪ সাক্ষীর মধ্যে ১২ জন সাক্ষ্য দেন।

জেএ/বিএ/এএসএম

Advertisement