খেলাধুলা

রাত সাড়ে ১২টায়ও টস করা যায়নি

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় টস অনুষ্ঠিত হওয়ার কথা; কিন্তু জ্যামাইকার কিংসটনের সাবিনা পার্কে ভেজা আউটফিল্ডের কারণে রাত সাড়ে ১২টায়ও টস অনুষ্ঠিত হয়নি। এরই মধ্যে লাঞ্চ বিরতি দেয়া হয়েছিলো। সময়ের হিসেবে টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশন প্রায় শেষ হওয়ার দিকে। কিন্তু ম্যাচ শুরু করা যায়নি এখনও।

Advertisement

আম্পায়াররা প্রায় প্রতি ঘণ্টায় মাঠ পরিদর্শন করছেন। মাঠের অবস্থা দেখে টস কখন হবে, সেই সিদ্ধান্ত জানাবেন তারা। কিন্তু এ রিপোর্ট লেখার সময় রাত সাড়ে ১২টায়ও মাঠ ঠিক হয়নি। টস কখন হবে, তাও বলা হয়নি।

কমেন্টেটর স্যামুয়েল বদ্রি জানালেন, বাইরের আবহাওয়া অনেক গরম। তবে, মাঠের দুই প্রান্তে এখনও খেলার উপযোগি নয় মাঠ। যে কারণে স্থানীয় সময় দুপুর ২টায় পরবর্তী ইনসফেকশন করার কথা। এরপরই আম্পায়ার সিদ্ধান্ত দেবেনটস কখন হবে।

অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২০১ রানের বড় ব্যবধানে হারে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ।

Advertisement

ফলে দ্বিতীয় টেস্টটি দাঁড়িয়েছে টাইগারদের জন্য বাঁচামরার লড়াইয়ে। দুই ম্যাচের সিরিজ বাঁচাতে হলে এই টেস্ট জিততেই হবে বাংলাদেশকে।

আইএইচএস/এমএইচআর