বিনোদন

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কঙ্গনার ভুল দাবি

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন বলিউড অভিনেত্রী ও ভারতের সংসদ সদস্য কঙ্গনা রানাউত। গতকাল (২৯ নভেম্বর) শুক্রবার কলকাতায় গিয়ে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে রীতিমতো ভুল দাবি করেছেন এই অভিনেত্রী।

Advertisement

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে বিমানবন্দরে কঙ্গনা সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি খুবই চিন্তাজনক, বিশেষ করে হিন্দুদের জন্য। সেদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে। সাধুসন্তদের সঙ্গে যা হচ্ছে, তা খুবই উদ্বেগজনক। কিন্তু তার চেয়ে বড় কথা হল, এ নিয়ে ভারতে কোনো রকম প্রতিবাদ বা আন্দোলন হচ্ছে না। সামাজিক মাধ্যমে কেউ “অল আইজ অন বাংলাদেশ”ও লিখছেন না।’

এক সাংবাদিক কঙ্গনাকে মনে করিয়ে দেন যে, দেশটির যিনি ‘প্রধানমন্ত্রী’, তিনি কিন্তু নোবেলজয়ী। প্রতিক্রিয়ায় কঙ্গনা বলেন, ‘বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী যখন থেকে ক্ষমতায় এসেছেন, তখন থেকেই তিনি অশান্তি ছড়াচ্ছেন। এই কঠিন সময়ে আমি বাংলাদেশের পাশে আছি। বিশেষ করে ওই দেশে যে হিন্দুরা আছেন, আমি তাদের সঙ্গে আছি। শ্রীকৃষ্ণ সবাইকে রক্ষা করুন।’

আরও পড়ুন:এমপি কঙ্গনার ছবি আটকালো ভারতের সেন্সরবোর্ড‘ইমার্জেন্সি’ : ছাঁটা হলো বাংলাদেশি শরণার্থীদের আক্রমণের দৃশ্য

হিন্দুদের ওপর নির্যাতন বা হত্যা প্রসঙ্গে কঙ্গনার দাবি যে ভুল। এমনকি সেসব ঘটনা নিয়ে ভারতীয় গণমাধ্যমে যা প্রকাশ করা হচ্ছে সেসবও মনগড়া। তার প্রমাণ ভয়েজ অব আমেরিকা বাংলার এক (ভিওএ) জরিপে প্রকাশিত। ভিওএ বাংলার ওই জরিপে দেখা গেছে, বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন, অন্তর্বর্তী সরকার দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। গত অক্টোবর মাসের শেষ দিকে জরিপটি করা হয়। অন্যদিকে, গত ২৬ নভেম্বর চট্টগ্রামে নির্মমভাবে খুন হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী বলে দাবি করে কিছু ভারতীয় গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

Advertisement

গত কয়েক বছর ধরে বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে কঙ্গনা রানাউতের। বক্স অফিসে সেসব তেমন পাত্তা পায়নি। ‘রেঙ্গুন’ থেকে ‘মনিকর্ণিকা’, ‘থালাভি’, ‘পাঙ্গা’, ‘ধাকাড়’ ছবিগুলো ব্যর্থ হওয়ার পর অভিনেত্রীর তুরুপের শেষ তাস এখন মুক্তি প্রতীক্ষিত ‘ইমার্জেন্সি’। গত ৬ সেপ্টেম্বর ভারতে মুক্তির কথা ছিল কঙ্গনা অভিনীত ও পরিচালিত ছবি ‘ইমার্জেন্সি’। কিন্তু ছবিটির মুক্তির ওপর স্থগিতাদেশ দেন দেশটির আদালত। নির্মাণ সমাপ্তির পর বহুবার মুক্তির তারিখ পিছিয়ে ২০২৫ সালের ১৭ জানুয়ারি থিতু হয়েছে ‘ইমার্জেন্সি’র মুক্তি।

আরএমডি/জেআইএম